Home বঙ্গ গলায় আটকে পেরেক, উত্তরবঙ্গ মেডিক্যালে জটিল অস্ত্রোপচারে বাঁচল একরত্তির প্রাণ

গলায় আটকে পেরেক, উত্তরবঙ্গ মেডিক্যালে জটিল অস্ত্রোপচারে বাঁচল একরত্তির প্রাণ

by banganews

বিরল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল একরত্তির। শিশুর গলায় বিঁধেছিল পেরেক। তড়িঘড়ি মেডিক্যাল বোর্ড গঠন করে অপারেশনের ব্যবস্থা করা হয়। তাতেই প্রাণ বাঁচে শিশুর। কয়েকদিন আগেই এক মহিলার বুক এফোঁড়-ওফোঁড় হয়ে যায় বাঁশে৷ এই হাসপাতালেই তাঁর অপারেশন হয়। তারপর আবার আজ নজির গড়লেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা।

https://thebanganews.com/trinamool-candidate-shatrughan-sinha-to-start-campaigning-in-asansol-from-march-20/

হাসপাতাল সূত্রে খবর, বুধবার খেলতে খেলতে বছর তিনেকের মহম্মদ আরিস পেরেকটি গিলে ফেলে। তারপরই তার প্রবল কাশি ও শ্বাসকষ্ট শুরু হয়। শিলিগুড়ির ডাঙ্গাপাড়ার বাসিন্দা ওই শিশুকে রাতেই নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বিষয়টি জানা মাত্র শিশুর এক্স-রে করে পেরেকটি কোথায় তার শরীরের কোথায় রয়েছে, তা দেখে নেন চিকিৎসকরা। তড়িঘড়ি সাতজন চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে শিশুর অপারেশন করে সাত সদস্যের চিকিৎসক দল।

শিশুটির চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “শিশুর বয়স বছর তিনেক। জটিল অস্ত্রোপচার ছিল। তবে আমরা পিছপা হইনি। পেরেকটি বের করা গিয়েছে। আপাতত বিপন্মুক্ত সে। তাকে অবজারভেশনে পিকুতে রাখা হয়েছে।”

You may also like

Leave a Reply!