Home ফিচার আশ্চর্য ১০৮ শিব মন্দির

আশ্চর্য ১০৮ শিব মন্দির

by banganews
কলকাতা থেকে ৮২ কিমি দূরে রয়েছে একসঙ্গে ১০৮ শিব মন্দির। অম্বিকা কালনার ১০৮ শিব মন্দির প্রধান আকর্ষণ।একে নাভা কৈলাশ মন্দিরও বলা হয়। পোড়ামাটির মন্দিরগুলির ঐতিহ্য নিয়ে অম্বিকা কালনার আখ্যা পেয়েছে “মন্দিরের শহর” নামে।
আঠারো শতকের শেষদিকে কালনা শহর বর্ধমানের মহারাজদের পৃষ্ঠপোষকতায় গৌরবান্বিত হয়েছিল৷ জটিল পোড়ামাটির অলঙ্কার সহ বেশ কয়েকটি দুর্দান্ত মন্দির তারা নির্মাণ করেছিলেন।
আরো পড়ুন 
সমুদ্রপথে বাণিজ্য বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন। কালনার সেই সমৃদ্ধ বন্দর নগরের মর্যাদা এখন কিছুটা ম্লান হয়ে গেছে৷ তবে মন্দিরগুলি এখনও অম্বিকা কালনার গৌরবময় অতীতের কথা মনে করিয়েছে।
কালনার রাজবাড়ি কমপ্লেক্সে মন্দিরগুলি। রাস্তার দু’পাশে ছড়িয়ে বাংলার মন্দির। পোড়ামাটির স্থাপত্যেত ফুল সাজানো। বাইরের বৃত্তে ৭৪ টি মন্দির রয়েছে যাতে কালো এবং সাদা দুই রকমের লিঙ্গ রয়েছে। অভ্যন্তরীণ বৃত্তের ৩৪ টি মন্দিরে কেবল সাদা লিঙ্গ রয়েছে।
১০৮ টি মন্দির ঘুরে দেখার জন্য কষ্ট করতে হবে না। রিকশা ভাড়া করে ঘুরতে পারবেন। আপনাকে প্রায় ২-৩ ঘন্টার মধ্যে সমস্ত মন্দিরে ঘুরে দেখবে।
শিবরাত্রি চলাকালীন ১০৮ টি শিব মন্দির কেন্দ্র করে একটি বিশেষ মেলার আয়োজন করা হয়। সপ্তাহ জুড়ে সেই মেলা চলে

You may also like

Leave a Reply!