Home বিনোদন বলিউডের কায়েমী স্বার্থের শিকার খোদ এ আর রহমান?

বলিউডের কায়েমী স্বার্থের শিকার খোদ এ আর রহমান?

by banganews

বলিউডের বিদ্বেষী মনোভাবের শিকার এ আর রহমানের মতো অস্কারজয়ী সঙ্গীত ব্যক্তিত্বও! রহমান নিজে তাই মনে করেন।
এক যুগেরও বেশি সময় ধরে তাঁর সুরে মুগ্ধ গোটা দেশ৷ কোনও ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে তিনি রয়েছেন জানলেই শ্রোতারা কিছু অনন্যসাধারণ সুরের ব্যাপারে নিশ্চিত হয়ে যান।
সেই রহমানই এক সাক্ষাৎকারে বললেন—“আমি কখনই ভাল ছবিতে কাজ করার অফারকে না বলি না ৷ কিন্তু আমার মনে হয় কোনও গ্যাং (দল) রয়েছে  ৷ যারা অনেক ভুল বোঝাবুঝি তৈরি করছে ৷ তারাই মিথ্যে গুজব ছড়াচ্ছে ৷”

আরও পড়ুন সুশান্তের শেষ ছবিতে বিপুল দর্শক, ক্রাশ করল প্রযুক্তি

সুশান্ত সিং রাজপুতের অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’-র অন্যতম আকর্ষণ অবশ্যই ছবির গানগুলি৷ এই ছবি সংক্রান্ত একটি খবর নিজেই জানিয়েছেন রহমান— ‘‘ছবির পরিচালক মুকেশ ছাবড়া যখন আমার কাছে আসেন ৷ তখন দু’দিনের মধ্যেই চারটি গান কম্পোজ করে ওকে দিই ৷ মুকেশ তখন আমাকে জানান, স্যর আপনার সম্পর্কে তো অনেকেই অনেক কিছু এতদিন বলেছিলেন৷ অনেকেই পরামর্শ দিয়েছিলেন আপনার কাছে না যেতে৷ একাধিক গল্প শুনিয়েছেন তাঁরা আমাকে৷ ’’ রহমান আরও বলেন, ‘‘মুকেশের কথা শুনেই বুঝতে পারি, কেন আমার কাছে আর বলিউডের বেশি কাজ আসে না৷ কোনও এক গোষ্ঠী কাজ করছে৷ যাদের জন্য হয়তো আমি কাজ বেশি পাচ্ছি না বলিউডে৷ তবে আমি ঈশ্বরে বিশ্বাসী৷ আমি অন্য অনেক কাজ করছি৷ কিন্তু সবাইকে বলছি সুন্দর ছবি বানান এবং আমার কাছে আপনারা সবসময় আসতে পারেন৷”

আরও পড়ুন সুস্থ হলেন ১০৩ বছরের করোনা আক্রান্ত বৃদ্ধ

প্রসঙ্গত, ‘দিল সে’, ‘রোজা’, ‘গুরু’, ‘দিল্লি-৬’, ‘তামাশা’, ‘রকস্টার’-এর মতো আরও একাধিক হিন্দি ছবিতে দুর্দান্ত সব গান এর আগে উপহার দিয়েছেন রহমান।

You may also like

Leave a Reply!