Home বিনোদন মারা গেলেন অমলা শংকর

মারা গেলেন অমলা শংকর

by banganews

অমৃতলোকের পথে চলে গেলেন প্রথিতযশা নৃত্যশিল্পী তথা উদয় শঙ্কর পত্নী অমলা শঙ্কর। এই কিংবদন্তী নৃত্যশিল্পীর মৃত্যুর খবর জানান তাঁর নাতনি, নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর কন্যা শ্রীনন্দা শঙ্কর। বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন অমলা শঙ্কর। কলকাতাতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন ভুয়ো অ্যাকাউন্টের অভিযোগে দীপিকা আর প্রিয়াঙ্কাকে পুলিশি তলব?

অমলাশংকর ( জন্ম ২৭ জুন ১৯১৯) একজন ভারতীয় ব্যালে নর্তকী। উনি উদয় শঙ্করের স্ত্রী, আনন্দশংকর ও মমতাশংকরের মা। এবং রবিশঙ্করের ভ্রাতৃজায়া হন। অমলাশংকর, উদয়শংকর পরিচালিত ছায়াছবি কল্পনাতে অভিনয় করেছিলেন।

নৃত্য এর জন্য ২০১১ সালে এই কিংবদন্তী শিল্পীকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন ট্রেন চলাচল নিয়ে বড় সিদ্ধান্ত রেলমন্ত্রকের

শ্রীনন্দা সোশ্যাল মিডিয়ায় লেখেন, আজ ঠাম্মা চলে গেল আমাদের ছেড়ে,১০১ বছর বয়সে। আমরা গত মাসেই ওঁনার জন্মদিন সেলিব্রেট করেছিলাম। মনটা বড্ড অশান্ত,মুম্বই থেকে কলকাতা যাওয়ার কোনও বিমান নেই! ওঁর আত্মার শান্তি কামনা করি। একটা যুগের অবসান হল। অনেক ভালোবাসা ঠাম্মা। ধন্যবাদ সব কিছুর জন্য’।

You may also like

Leave a Reply!