Home দেশ ট্রেন চলাচল নিয়ে বড় সিদ্ধান্ত রেলমন্ত্রকের

ট্রেন চলাচল নিয়ে বড় সিদ্ধান্ত রেলমন্ত্রকের

by banganews

এবার কেন্দ্র সরকারের আবারও বেনজির সিদ্ধান্ত। ট্রেন চলাচলের সময়সূচিতে বড়সড় বদল আনছে ভারতীয় রেল৷ সেই লক্ষ্যেই ‘জিরো ওয়েস্ট’ টাইম টেবিল তৈরি করা হচ্ছে৷ যা শিগগিরই প্রকাশ করা হতে পারে৷
তবে করোনা অতিমারি যতদিন চলবে, এই সময়সূচি কার্যকর হওয়ার সম্ভাবনা কম৷ যতদিন করোনার দাপট থাকবে, যাত্রীদের জন্য কয়েকটি বিশেষ ট্রেন চালানোর উপরেই জোর দেবে রেল৷

আরও পড়ুন সমস্ত পরিস্থিতির জন্য বিমানবাহিনীকে তৈরি থাকার পরামর্শ প্রতিরক্ষামন্ত্রীর

যে ট্রেনগুলিতে প্রচুর সিট খালি থাকে, অথচ সেই রুটে বিকল্প ট্রেন রয়েছে, এমন বেশ কিছু ট্রেনকে বাতিল করা হতে পারে৷ গোটা দেশজুড়ে এরকম অন্তত ১০০টি ট্রেন বাতিল করা হতে পারে৷

আরও পড়ুন বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু, শোভন চট্টোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা

কম জনপ্রিয় ট্রেন বন্ধ করে এবং স্টপেজ কমিয়ে বহু মেল, এক্সপ্রেস ট্রেনকে সুপারফাস্ট ট্রেন হিসেবে উন্নীত করা হবে৷ এর ফলে ট্রেনের যেমন গতি বাড়বে, সেরকমই সুপারফাস্ট ট্রেনের টিকিট বিক্রি করে রেলের আয়ও বাড়বে৷
রেল এমন ভাবে টাইম টেবিল সাজাচ্ছে যাতে একটি ট্রেনের কারণে অন্য ট্রেন লেট না হয়৷ এভাবেই ‘জিরো ওয়েস্ট’ টাইম টেবিল তৈরি করা হচ্ছে৷

You may also like

Leave a Reply!