Home দেশ দ্বাদশে চমকদার রেজাল্টের পরই মৃত্যু বিকাশ দুবের ডানহাত প্রভাতের

দ্বাদশে চমকদার রেজাল্টের পরই মৃত্যু বিকাশ দুবের ডানহাত প্রভাতের

by banganews

পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত উত্তরপ্রদেশের সবচেয়ে মেধাবি ‘জঙ্গি’ প্রতাপ মিশ্র। ফলপ্রকাশের পর দেখা গেল দ্বাদশ শ্রেণির পরীক্ষায় তার নম্বর ৬১ শতাংশ। মাধ্যমিকে তার নম্বর ছিল ৭৬ শতাংশ। অভিযোগ, বিকাশ দুবের ঘনিষ্ঠ সহযোগী এই তরুণ আট পুলিশকর্মীর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত৷
কানপুর বিকরু গ্রামের বাসিন্দা প্রভাত মিশ্রকে বিকাশ দুবের ডানহাত বলে চিহ্নিত করেছে পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের বক্তব্য, বিকাশ দুবের প্রভাব ছিল স্থানীয় কিশোর-তরুণদের ওপর। যদিও এমন মেধাবি ছেলের জঙ্গিযোগের বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছেন প্রভাতের মা।

আরও পড়ুন বিধায়ক কেনাবেচার ‘প্রমাণ’ গেল পুলিশে, এখনও সঙ্কটে রাজস্থান

পুলিশের দাবি অনুযায়ী প্রভাতের বয়স ১৯ বছর হলেও নিহতের মায়ের দাবি, তাঁর ছেলের বয়স ১৬৷ সন্তানহারা মা গীতাদেবীর অভিযোগ, তাঁর নাবালক ছেলেকেই গুলি করে মেরেছে পুলিশ৷
পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যুর কয়েকদিন আগেই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশ করে প্রভাত৷ প্রভাতের দশম শ্রেণির মার্কশিট এবং আধার কার্ড অনুযায়ী, তাঁর জন্মতারিখ ২০০৪ সালের ২৭ মে৷ অর্থাৎ তার বয়স এখন ১৬ বছর৷
কানপুরের চৌবেপুরের বিকরু গ্রামেই থাকত প্রভাত৷ এই গ্রামেরই বাসিন্দা ছিল বিকাশ দুবেও৷ বিকাশকে ধরার জন্য কিছুদিন আগে এই বিকরু গ্রামেই হানা দিয়েছিল পুলিশ৷ তখনই পুলিশের উপরে হামলা চালায় বিকাশের দলবল৷ মৃত্যু হয় আট পুলিশকর্মীর৷
এই ঘটনার পরই গ্রাম ছেড়ে পালায় প্রভাত৷ যদিও তাঁর মায়ের দাবি অনুযায়ী তিনিই ছেলেকে কয়েকদিন অন্যত্র গিয়ে থাকার পরামর্শ দিয়েছিলেন৷ গত ৮ জুলাই হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রভাতকে গ্রেফতার করে পুলিশ৷ তার কাছ থেকে বিকরু শুটআউটে ব্যবহৃত পিস্তলও উদ্ধার হয় বলে দাবি পুলিশের৷

আরও পড়ুন গোমূত্র খাই তাই ভালো থাকি, বললেন দিলীপ ঘোষ 

প্রভাতকে উত্তরপ্রদেশে নিয়ে আসা হচ্ছিল৷ পুলিশের দাবি অনুযায়ী, মাঝপথে পুলিশের গাড়ির চাকা লিক হয়ে যায়৷ সেই সুযোগে এক পুলিশকর্মীর বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রভাত৷ তখনই পুলিশের গুলিতে মৃত্যু হয় তার৷
প্রভাতের মা গীতাদেবীর দাবি অনুযায়ী, তাঁদের বাড়ির ছাদ ব্যবহার করে কয়েকজন দুষ্কৃতী পুলিশকর্মীদের উপরে হামলা চালিয়েছিল৷ এর সঙ্গে প্রভাত যুক্ত ছিল না৷ তাঁর আরও দাবি, প্রভাত বায়ুসেনায় যোগ দেওয়ার স্বপ্ন দেখত৷ গীতাদেবীর প্রশ্ন, যে ছেলে পরীক্ষায় ভাল নম্বর পেয়ে পাশ করে, সে কেন বিকাশের দলের হয়ে কাজ করতে যাবে? প্রসঙ্গত, দশম শ্রেণির পরীক্ষাতেও ৭৮ শতাংশ নম্বর পেয়েছিল প্রভাত৷
যদিও পুলিশের দাবি, প্রভাতের মতো অনেক কমবয়সিকেই নিজের দলে টেনে কার্যত জঙ্গি কায়দায় তৈরি করেছিল বিকাশ দুবে৷

You may also like

Leave a Reply!