Home বঙ্গ আগামী ৭ মার্চ শুরু মাধ্যমিক, কোভিড বিধি মেনে পরীক্ষাকেন্দ্রের প্রস্তুতি প্রশাসনের

আগামী ৭ মার্চ শুরু মাধ্যমিক, কোভিড বিধি মেনে পরীক্ষাকেন্দ্রের প্রস্তুতি প্রশাসনের

by banganews

আগামী ৭ মার্চ সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। সুষ্ঠ ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে সব রকম ব্যাবস্থা নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। এবার কোভিড বিধি মেনে একটি বেঞ্চে দুজনের বসার ব্যবস্থা থাকছে। সেই জন্য কোভিড বিধি মেনেই বেঞ্চ-ডেস্ক বসানো হয়েছে।

পরীক্ষার্থীর সাথে পরীক্ষা কেন্দ্রের ভেতর অভিভাবক শুধুমাত্র প্রথম দিনেই ঢুকতে পারবেন। দ্বিতীয় দিন থেকে পরীক্ষা কেন্দ্রের ভেতর অভিভাবকদের প্রবেশ নিষিদ্ধ। মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, বৈদ্যুতিন যন্ত্রপাতি নিয়ে কোনো পরীক্ষার্থী ভেতরে ঢুকতে পারবেনা। খুব জরুরী কারণ ছাড়া শিক্ষক-শিক্ষিকাদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম রাখা হচ্ছে।

 

সুখবর! তীর্থযাত্রীদের জন্য শীঘ্রই খুলতে চলেছে কেদারনাথের দ্বার

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৯ হাজার ৯৯১ টি স্কুলের পড়ুয়া। ৭ মার্চ বাংলা, ৮ মার্চ ইংরেজি, ৯ মার্চ ভুগোল, ১১ মার্চ ইতিহাস, ১২ মার্চ জীবনবিজ্ঞান ১৪ মার্চ অঙ্ক, ১৫ মার্চ ভৌতবিজ্ঞান, ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়। তারপরই ২ এপ্রিল শুরু হবে উচ্চ মাধ্যমিক।

You may also like

Leave a Reply!