Home কলকাতা নতুন মার্কেট প্লেসের সন্ধানে আবির-মধুমিতা

নতুন মার্কেট প্লেসের সন্ধানে আবির-মধুমিতা

by Shreetama Bhattacharyya

নিত্যদিনের জীবনের প্রয়োজনীয় চাহিদা মেটাতে শহরে লঞ্চ হল নতুন স্টোর। আর এই নতুন স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হলেন বাঙালি নারীদের হার্ট থ্রব আবির চট্টোপাধ্যায় এবং হট এন্ড বোল্ড মধুমিতা সরকার।ভবানীপুরের নতুন ওয়ান স্টপ সলিউশন স্টোর ‘ডেলিজ’ এর উদ্বোধন শেষে অভিনেতা আবীর চট্টোপাধ্যায় বললেন, ‘বিগত দেড় বছর ধরে আমরা এরকম একটি জায়গার খুঁজেছি যেখানে আমরা গ্রসারিজ থেকে মেডিসিন পেয়ে যাব এক ছাদের তলায়, আর ডেলিজ (Daylis) এরকমই একটি সুপার মার্কেট চেন।

সঙ্গে ডেলিজ দিচ্ছে এক ঘন্টার মধ্যে আপনার অর্ডার করা সামগ্রী এক ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। যা নিঃসন্দেহে সাধুবাদযোগ্য।
ডেলিজ এর ম্যানেজিং ডিরেক্টর সক্ষম মোহতার কথায় ক্রেতাদের কম খরচে পরিষেবা দেওয়াই তাঁদের লক্ষ্য।আগামী ৬ মাসে আরো পাঁচটি স্টোর তাঁরা ওপেন করতে চলেছে। অভিনেত্রী মধুমিতা সরকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বললেন,হার্ট অব দ্য সিটিতে এরকম একটি স্তর প্রচুর মানুষের জন্য উপকারী হবে।

x

You may also like

Leave a Reply!