Home বঙ্গ রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে বাংলার শিক্ষক

রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে বাংলার শিক্ষক

by banganews

৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পাচ্ছেন মালদহের শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিস্বামী দাস।

করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের পঠন পাঠন যাতে থেমে না যায়, তার জন্য হরিস্বামী দাস তাঁর সহকারী শিক্ষকদের নিয়ে শুরু করেছেন মডেল স্কুল।

তার তৈরি মডেলের ব্যবহার করেই পড়ুয়ারা বাড়ি থেকেই ক্লাস করতে পারছে৷ পড়ুয়াদের মানসিকভাবে সুস্থ রাখতে কাউন্সিলিং করেছেন তিনি।

শুধু তাই নয়, পড়ুয়াদের বিশেষ ধরণের পঠন পাঠন পদ্ধতি আবিষ্কার করেছেন৷ ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি বইয়ের কিউআর কোড তৈরি করেছেন। এর ফলে পড়ুয়ারা সহজেই বই পড়তে পারছে৷

রাজধানী দিল্লিতে তার নাম রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে জেনে তিনি বলেন, “সারা বছর ধরে অনলাইন ক্লাস, সেমিনার সব কিছুই করেছি, এর সাথেও করেছি সামাজিক কাজও।স্বীকৃতি পাওয়ায় খুব ভালো লাগছে”।

এর আগে ২০১৫ সালে তাঁর স্কুল পেয়েছিল “নির্মল বিদ্যালয়” পুরস্কার। জাতীয় পুরস্কার পেয়েছেন জল সংরক্ষণ ও নিখরচায় শিক্ষা সামগ্রী তৈরির জন্য। অপেক্ষা এবার রাষ্ট্রপতি পুরস্কারের।

You may also like

Leave a Reply!