Home বঙ্গ সাতসকালে গ্রামের পুকুরে পাথরের মূর্তি ভাসছে। অলৌকিক ঘটনা দেখে গ্রামবাসীদের।

সাতসকালে গ্রামের পুকুরে পাথরের মূর্তি ভাসছে। অলৌকিক ঘটনা দেখে গ্রামবাসীদের।

by banganews

বঙ্গ নিউস, ৩০ অক্টোবর, ২০২০ঃ সাতসকালে গ্রামের পুকুরে পাথরের মূর্তির ভাসছে। আর সোশ্যাল ডিসটেন্স ভুলে সেই পাথরের মূর্তি দেখতে ভিড় গ্রামবাসীদের। পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার টুলা গ্রামের আনন্দমোহন সাহু বাড়ির পাশেই একটি পুকুরের সাত সকালে ঘটনা।

আরও পড়ুন শুভশ্রীর বাপের বাড়ি থেকে সিনেমায় পা, জানেন কে?

আনন্দ মোহন বাবু বাড়ি থেকে বেরিয়ে পুকুর ধারে দেখতে পায় একটি পাথরের কোন‍ো এক বস্তু ভাসছে। দেখতে পেয়ে পাথরের বস্তুটিকে আনন্দ মোহন বাবু নিজের তুলসী মন্দিরে তুলে এনে মন্দিরে রাখেন। আর সেই পাথরের বস্তুটিকে কোন দেবদেবীর মূর্তি হিসেবে অলৌকিক ঘটনা দৃশ্য মনে করে সোশ্যাল ডিসটেন্স ভুলে এবং মুখে মাস্ক না পড়ে ওই পাথরের মূর্তিটিকে দেখতে ভিড় করেন আশপাশের চার থেকে পাঁচটি গ্রামের মানুষ। শুধুই পাথরের মূর্তিটিকে দেখা নয় প্রাপ্তিযোগ হিসেবে প্রণামীও পড়ছে। গ্রামবাসীদের ধারণা যে ঠাকুর দেখা দিয়েছে। আর ঠাকুরের মুক্তি ছাড়া পাথরের কোন বস্তু ভাসতে কি দেখা যায়। এটা অলৌকিক ঘটনা। এই মুহূর্তে দর্শন করলে পূর্ণ লাভ হবে এমনই ধারণা গ্রামবাসীরা। এবং অনেক গ্রামবাসীরা বলছেন যে ঠাকুরের মূর্তি উঠেছে তাই এখানে বড় মন্দির করতে হবে। আমরা গ্রামে আরোধ‍্য দেবতা হিসেবে পুজো করবো।

You may also like

Leave a Reply!