Home আবহাওয়া জাঁকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই, বলছে আবহাওয়া দফতর

জাঁকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই, বলছে আবহাওয়া দফতর

by banganews

জমাটি ইনিংস খেলে সদ্য প্যাভিলিয়নে ফিরেছে বর্ষা। ইতিমধ্যেই উত্তুরে হাওয়ায় ভর করে ক্রিজে আগমন ঘটতে শুরু করেছে শীতের। তাপমাত্রার পারদও গত কয়েকদিনে অনেকটা কমে গিয়েছে। হাওয়া অফিস বলছে, খুব শীঘ্রই ফুল ফর্মে ব্যাটিং করতে দেখা যাবে শীতকে।

আরও পড়ুন এবার জলের দরে বাঙালির পাতে পদ্মার ইলিশ

এ বছর ১১ সেপ্টেম্বর বর্ষা বিদায় নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে একাধিক নিম্নচাপের জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ২৮ অক্টোবর বিদায় নিয়েছে৷ তবে এখনও উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে সামান্য বৃষ্টি হতে পারে অন্ধপ্রদেশ উপকূল, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরিতে।

আজ সকাল থেকে কলকাতার আকাশ রোদ ঝলমলে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এবার কনকনে ঠাণ্ডা উপভোগ করবে রাজ্যবাসী। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

You may also like

Leave a Reply!