Home দেশ ঐতিহাসিক রায়! ২৯ জনের ফাঁসির আদেশ একদিনেই

ঐতিহাসিক রায়! ২৯ জনের ফাঁসির আদেশ একদিনেই

by banganews

একসাথে মোট ২৯ জনের মৃত্যুদণ্ড! এমনটা সত্যিই বিরল। এই রায়ের জেরে হইচই পড়ে গিয়েছে সে দেশে। এই ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে বাংলাদেশে। এখানের রাজশাহীতে আট বছর আগে এক ছাত্র লীগের নেতার খুনের মামলায় ৯ জনকে এবং দু’বছর আগে ঢাকার জাতীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করার দায়ে ২০ জন ছাত্রকে ফাঁসির আদেশ দিয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট। এর পাশাপাশি একটি মামলায় ২০ জনের যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে ৷ সাথে সাথেই অন্য একটি মামলায় মোটা অঙ্কের জরিমানাও করা হয়েছে৷ বিরল এই রায়দান করেছেন ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।

২০১৩-র ২৮ অগাস্ট শাসক দলের ছাত্র নেতা শাহিন আলমকে পিটিয়ে মারে এক দল লোক। এর পরে পুলিশ ৩১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেয়। এই রায় ঘোষণার সময় ২২ জন আসামি আদালতে উপস্থিত ছিল।

২০২২ সালে এই পাঁচ রাশির ব্যক্তিরা পাবেন জীবন সাথী, জেনে নিন তালিকায় আপনি আছেন কি না

কিন্তু ২ খুনের শাস্তিতে ২৯ জনের মৃত্যুদণ্ড— এই বিচার নিয়ে ধন্দে মানুষ। এই ঘটনায় মৃত্যুদণ্ড কি আদৌ অপরাধ কমাতে পারে এই প্রশ্নই উসকে দিয়েছে সাধারণ মানুষের মনে।

You may also like

Leave a Reply!