Home দেশ কেঁপে উঠল গুজরাত : রিখটার স্কেল ৫.৫

কেঁপে উঠল গুজরাত : রিখটার স্কেল ৫.৫

by banganews
সন্ধ্যে ৮টা ১৩ মিনিটে গুজরাতে তীব্র কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির হিসেবে কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৫।
জানা গিয়েছে, ভূকম্পনের উত্সস্থল গুজরাতের কচ্ছ জেলায়, রাজকোট শহরের ১২২ কিমি উত্তর-পশ্চিমে ভূস্তর থেকে প্রায় ১০ কিমি গভীরে। ঘটনায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসেবে পাওয়া যায়নি।
গত তিন মাসে রাজধানী দিল্লিতে বিভিন্ন এলাকায় প্রায় ১২টি মৃদু শক্তির ভূমিকম্প হয়েছে। তবে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র অধিকর্তা বি কে বনসল জানিয়েছেন, দিল্লি অঞ্চল বরাবরই ভূমিকম্পপ্রবণ। তাই তেমন উদ্বেগের কারণ নেই।

You may also like

Leave a Reply!