Home দেশ এটিএম কার্ড ছাড়াই তুলতে পারবেন টাকা, এই ব্যাঙ্ক দিচ্ছে বিশেষ সুবিধা

এটিএম কার্ড ছাড়াই তুলতে পারবেন টাকা, এই ব্যাঙ্ক দিচ্ছে বিশেষ সুবিধা

by banganews

অনেক সময়  বাড়িতে এটিএম কার্ড ভুলে রেখে এসেছেন, রাস্তায় টাকার দরকার পড়েছে। কিন্তু দরকার থাকলেও এটিএম থেকে টাকা তোলা সম্ভব হয়নি৷  এবার গ্রাহকদের এই অসুবিধা দূর হতে চলেছে৷  ব্যাঙ্ক অফ বরোদা থেকে এবার এটিএম বা ডেবিট কার্ড ছাড়া টাকা তুলতে পারবেন গ্রাহকরা ৷

 

 

ব্যাঙ্কের তরফে ক্যাশ অন মোবাইল (Cash on Mobile)  পরিষেবার কথা ঘোষণা করা হয়েছে।

 

 

কী করতে হবে?

 

গ্রাহকের ফোনে ব্যাঙ্ক অফ বরোদার M-Connect Plus App থাকতে হবে ৷ এই অ্যাপের মাধ্যমে ব্যাঙ্ক অফ বরোদার এটিএম থেকে টাকা তোলা যাবে ৷ তবে কার্ডলেস ট্রানজাকশনের জন্য ওটিপি প্রয়োজন।

 

 

M-Connect Plus App এ লগইন করে প্রিমিয়াম পরিষেবা ট্যাবে ক্লিক করতে হবে

 

এরপর ক্যাশ অন মোবাইল পরিষেবায় ক্লিক করে

অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করতে হবে।

 

কত টাকা তুলতে চান সেটা লিখে  সাবমিট করলে
ব্যাঙ্ক আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠাবে

 

 

ব্যাঙ্ক অফ বরোদার এটিএম স্ক্রিনে Cash on Mobile অপশন সিলেক্ট করে মোবাইলে আসা ওটিপি দিতে হবে৷ টাকার পরিমাণ দিয়ে সাবমিট করতে হবে ৷

 

দক্ষিণেশ্বরের মন্দির তৈরী হয়েছিল অন্য আরেকটি মন্দিরের আদলে

স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা YONO অ্যাপ ব্যবহার করে এটিএম থেকে কার্ড ছাড়া নগদ টাকা তুলতে পারেন৷ এবার ব্যাঙ্ক অফ বরোদা  সেই সুবিধা এনে দিল৷

You may also like

Leave a Reply!