Home বঙ্গ পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি কমপ্লেক্স উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে শুটিং এর ব্যবস্থাও

পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি কমপ্লেক্স উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে শুটিং এর ব্যবস্থাও

by banganews

বিনোদন জগতে কাজের জন্য প্রশিক্ষণ নিতে আর রাজ্যের বাইরে যেতে হবে না পশ্চিমবঙ্গবাসীকে। সেরকমই বন্দোবস্ত করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল মাধ্যমে পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি কমপ্লেক্স উদ্বোধন করলেন তিনি। ভার্চুয়াল মাধ্যমেই ১০ একর জমির ওপর গড়ে ওঠা এই কমপ্লেক্সে ঘুরে দেখালেন তৃণমূল সুপ্রিমো। বারুইপুরের টং তলায় সরকারের উদ্যোগে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এই কমপ্লেক্স নির্মাণ করেছে। তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় পূর্বভারতের প্রথম কমপ্লেক্স তৈরি সম্ভব হয়েছে। টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমের শ্যুটিংয়ের জন্য সমস্ত রকম সুবিধা রয়েছে।

এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কোভিডের সময়ে দেশবাসী যখন গৃহবন্দি, তখন তাঁদের বন্ধু হয়ে তাঁদের পাশে ছিলেন এই টেলিভিশন। বিশেষ করে ধারাবাহিকের শিল্পীদের তো তুলনাই হয় না। আমি নিজেও রাতের দিকে সময় পেলে ধারাবাহিক দেখি। আপনাদের জন্য আমরা গর্বিত। এই কমপ্লেক্স আপনাদের প্রাপ্য। বারুইপুরে কিন্তু খুব দূরে নয়। গড়িয়া থেকে একটি উড়ালপুলও তৈরি করা হয়েছে। যাতায়াতে কোনও অসুবিধা হবে না কারও।’’

 

দু’লক্ষের পোশাকে সেজে নারী দিবসের অনুষ্ঠানে প্রিয়ঙ্কা চোপড়ার

এখানে প্রশিক্ষণের সঙ্গে চলবে ওয়ার্কশপও। পাশাপাশি তাঁদের থাকা-খাওয়ার জন্য হোস্টেল, ক্যান্টিনের ব্যবস্থাও রয়েছে। ফিকশন এবং নন-ফিকশনের শ্যুটিংয়ের জন্য উপযুক্ত মোট চারটি স্টুডিয়ো রয়েছে এই কমপ্লেক্সে। পিসিআর রুম ছাড়াও সেট তৈরির জন্য বিশাল খোলা মাঠ রাখা হয়েছে। সভা, সম্মেলনের জন্য বিশাল ঘর তৈরি করা হয়েছে এই কমপ্লেক্সে। পশ্চিমবঙ্গ টেলি আকাদেমির সভাপতি অরুপ বিশ্বাস, সহ-সভাপতি রাজ চক্রবর্তী এবং আরও পদাধিকারী মানুষের তত্ত্বাবধানে তৈরি হয়েছে শ্যুটিংয়ের এই নতুন ঠিকানা।

You may also like

Leave a Reply!