Home ফিচার জিভ লোমশ-কালো! নতুন রোগ নিয়ে তোলপাড় চিকিৎসকমহল

জিভ লোমশ-কালো! নতুন রোগ নিয়ে তোলপাড় চিকিৎসকমহল

by banganews

অদ্ভুত ব্যাপার! জিভ ভরে গেল কালো লোমে! কেরলের এক ব্যক্তির সাথে ঘটেছে ঘটনাটি। এই ঘটনায় অবাক হয়ে গিয়েছেন অনেকেই। ৫০ বছরের ওই ব্যক্তি কি তাহলে কোনও বিরল রোগে আক্রান্ত হলেন!

ওই ব্যক্তি নিজেই লক্ষ্য করেছিলেন, তাঁর জিভ ক্রমশ ভরে যাচ্ছে কালো লোমে। সেই অদ্ভুত সমস্যা নিয়ে তিনি গিয়েছিলেন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে। এর আগে হঠাৎই তাঁর স্ট্রোক হয়। সেইসময় তাঁকে একটি বিশেষ ডায়েটে রাখেন চিকিৎসকরা। সেই ডায়েট শুরু করার পরেই তিনি ভুগতে থাকেন এই বিরল সমস্যায়। চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় লিঙ্গুয়া ভিলোসা নিগ্রা।

 

সিঙাড়া নিষিদ্ধ! কারণ জানলে চমকে উঠবেন

এই রোগের তিন মাসে আগে স্ট্রোক হয়েছিল এই ব্যক্তির। তাঁর বাঁদিকটা পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়ে এই কারণে। সেই।রোগ থেকে সেরে ওঠার দু-মাসের মাথায় তাঁর স্বাস্থ্য সেবিকারা লক্ষ্য করেন, তাঁর জিভটা এমন কালো হয়ে যাচ্ছে। তার পর পরীক্ষা করে দেখা যায়, জিভের মধ্যে কালো লোমশ একটি জিনিস দেখা যাচ্ছে, যার গোড়ার দিকে রয়েছে হলুদ একটা আভা। মনে করা হচ্ছে, হলুদ রং তৈরি হয়েছে লোমের গোড়ায় খাবার আটকে যাওয়ার কারণে।

You may also like

Leave a Reply!