Home দেশ হাড়কাঁপানো ঠাণ্ডায় ৪৫ কিমি হেঁটে পোল্যান্ডে পৌঁছে দেশে ফিরলেন দার্জিলিংয়ের দুই পড়ুয়া

হাড়কাঁপানো ঠাণ্ডায় ৪৫ কিমি হেঁটে পোল্যান্ডে পৌঁছে দেশে ফিরলেন দার্জিলিংয়ের দুই পড়ুয়া

by banganews

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতিতে অসহায় ভারতীয় পড়ুয়ারা। প্রাণ নিয়ে দেশে ফিরতে চূড়ান্ত দুর্ভোগের শিকার তাঁরা। এরইমধ্যে প্রতিকূল পরিস্থিতিতে পায়ে হেঁটে দুর্গম পথ পাড়ি দিয়ে পোল্যান্ড সীমান্তে পৌঁছে কোনওক্রমে দেশে ফেরার বিমান ধরলেন দার্জিলিংয়ের দুই পড়ুয়া।

https://thebanganews.com/starship-to-be-launched-by-elon-musk/

গোলাগুলি, মাইনাস ৫ ডিগ্রি তাপমাত্রায় কখনও জঙ্গল, কখনও গ্রামের রাস্তা ধরে ৪৫ কিলোমিটার হেঁটে ওঁরা পৌঁছেছিলেন পোল্যান্ড সীমান্তে। সেখান থেকে দেশে ফেরার বিমান ধরেন লাভিভ মেডিক্যাল মিশন ইউনিভার্সিটির দুই পড়ুয়া দ্বিতীয় বর্ষের ক্যালসেইন ক্যালসো ভুটিয়া ও তৃতীয় বর্ষের অলক মিশ্র। দু’জনেই দার্জিলিঙের বাসিন্দা। এদিন তাঁরা বাগডোগরা বিমানবন্দরে নামেন। ইউক্রেন-ফেরত দুই পড়ুয়ারই ভয়াবহ অভিজ্ঞতা।

তাঁরা জানিয়েছেন, এই এক সপ্তাহের যাত্রার অভিজ্ঞতা অত্যন্ত কঠিন ছিল। কোনও যোগাযোগ ব্যবস্থা ছিল না। প্রচণ্ড ঠাণ্ডায় কখনও জঙ্গল পেরিয়ে, কখনও গ্রামের রাস্তা ধরে তাঁরা অবিরাম হেঁটে গিয়েছেন। লক্ষ্য ছিল পোল্যান্ড সীমান্ত। অবশেষে গন্তব্যে পৌঁছন তাঁরা। সেখানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের পর দেশে ফেরার বিমানে ওঠেন তাঁরা।

You may also like

Leave a Reply!