আমরা সবাই ২১ শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করি । সেই দিন বহু ভারতীও ও বাংলাদেশী ভাই বোন দের আত্মত্যাগের দিন । আমরা সবাই নিজেরদের মত করে এই দিনটি পালন করি । কিন্তু আমরা অনেকেই জানি না এই দিনের তাৎপর্য । আজকের দিনে আসামের শিলচরে মাতৃভাষার জন্য প্রান দেন ১১ জন বাঙালি। আজ থেকে বহু বছর আগে ১৯৫২ সালে পূর্ববঙ্গের ঢাকা শহরে মাতৃভাষার জন্য প্রান দিয়েছিলেন ১১ জন বাঙালি । জাদের মধ্যে ছিলেন সালাম ,রফিক, জব্বার, বরাকতের মত মানুষেরা ।বাংলা ভাষা কে রাষ্ট্রীয় ভাষা করার জন্য লড়তে থাকেন এই তরুণরা। এই আন্দোলন পরবর্তী সময়ে গিয়ে পাকিস্থানের অধীনতা থেকে মুক্ত হবার লড়াই তে পরিণত হয়ে যায় । দীর্ঘদিন এই লড়াই চলতে থাকে । অবশেষে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে ।ঢাকা শহরে এই আন্দোলনের বলিদান এর ৯ বছর পর ভারতে আসাম রাজ্যে আরও একটি আন্দোলন হয় যার কথা আমরা অনেকেই জানি না। সেই আন্দোলনে প্রান হারান ১১ জন বাঙালি।
