Home পাঁচমিশালি উড়ে গেলো পুরীর মন্দিরের ধ্বজা কিসের ইঙ্গিত

উড়ে গেলো পুরীর মন্দিরের ধ্বজা কিসের ইঙ্গিত

by banganews

সোমবার বিকেল ৫ টার সময়ে হঠাৎ করে পুরি র জগন্নাথ মন্দির এর ধ্বজা উড়ে যায়। প্রথমে কারোর নজরে আসেনি ঘটনা টি। কিন্তু তার পর নজরে আসতেই তাড়াতাড়ি লাগানো হয় নতুন ধ্বজা।যতক্ষন নতুন ধ্বজা লাগানো হয় নি ততক্ষণ মন্দির এর সব কাজ বন্ধ ছিল কারণ এটাই নিয়ম যে নতুন ধ্বজা না লাগানোর আগে জগন্নাথ দেবের কোনো সেবা করা হয় না। এই ধ্বজা র একটি ইতিহাস আছে।এই ধ্বজা রোজ পাল্টানো হয় পাল্টায় ঠিক বারো বছরের একজন যুবক। এই ধ্বজা হাওয়ার উল্টো দিকে উড়তে সক্ষম। এর কোনো সঠিক কারণ কেউ কোনোদিন জানতে পারে নি।

 

এই রকম অনেক অলৌকিক কাহিনী এই মন্দিরের সাথে জড়িয়ে আছে যেমন এই মন্দিরের ভাঁড়ার ঘরে কখনো অন্ন ফুরিয়ে যায় না। তেমনই অলৌকিক ঘটনার বাহক এই ধ্বজা।
সে দিন যখন ধ্বজা উড়ে যায় তখন কোনোরকম জোরালো হাওয়া ছিল না তার পরেও কেনো উড়ে গেলো এই নিয়ে সবাই চিন্তিত। এর আগে ও একবার এই ঘটনা ঘটে তখন ও ওড়িশার ওপর আয়লার প্রকোপ পড়েছিলো। ক্ষতিগ্রস্ত হয়েছিলো বহু মানুষ। সেই ভয় আবার পাচ্ছেন সকলে।

You may also like

Leave a Reply!