Home বঙ্গ বাস সংগঠনের তিনটি দাবি না মানলে পুরভোটে মিলবে না বাস

বাস সংগঠনের তিনটি দাবি না মানলে পুরভোটে মিলবে না বাস

by banganews

কলকাতা পুরভোটের বাকি রয়েছে আর মাত্র 15 দিন।  আগামী ১৯ নভেম্বর কলকাতা পুরভোট। সমস্ত শহর জুড়ে করোনা  বিধি মেনে আয়োজিত হবে পুরভোট। প্রতিবারের মতোই বাস মালিকদের থেকে চুক্তির বিনিময় বাস নেওয়া হয়  নির্বাচন কমিশনের তরফে।

 

কিন্তু এবার বাস মালিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের তিনটি দাবি না মানলে পুরভোটে কোন বাস দেওয়া হবে না।

 

 

কি কি দাবি?  প্রথমত বিগত পুরভোটের অনেক টাকা এখনো বকেয়া রয়েছে।  যার পরিমাণ প্রায় 10 লক্ষ টাকা।  সেই 10 লক্ষ টাকা প্রথমে মেটাতে হবে।
দ্বিতীয়ত এবার বাস নিলে অগ্রিম টাকা দিতে হবে।  কারণ ভোটের পরেই এই বিষয়ে আর কেউ ভাবনা চিন্তা করেন না।

 

তৃতীয়ত  ডিজেলের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। তাই কমিশন যে টাকা বরাদ্দ করেছে তা যথেষ্ট নয়।  তাতে বাস মালিকদের লোকসান হবে।  তাই  বাস সংগঠনগুলির দ্বারা নির্ধারিত ভাড়া দিতে হবে।

 

 

আগামী উনিশে ডিসেম্বর কলকাতা পুরভোট।  কলকাতা পুরসভার 144 টি ওয়ার্ডের ভোটগ্রহণ হবে।  প্রচুর ইভিএম  ভোট কর্মী তৈরি হচ্ছে।  সঙ্গে রয়েছে নিরাপত্তা বাহিনী।  তবে এত সংখ্যক মানুষ এবং মেশিনকে বয়ে নিয়ে যেতে লাগবে গণপরিবহন।

 

মুখ্যমন্ত্রীর দুয়ারে পালক প্রকল্পে আশার আলো দেখছে শাটল কক শিল্পীরা

প্রত্যেকবারই পরিবহন দপ্তরের আঞ্চলিক অফিস থেকে বাসের তালিকা পৌঁছে যায় জেলাশাসকের কাছে৷ জেলাশাসক  সংগঠনগুলোর সঙ্গে কথাবার্তা বলে সব কিছুর ব্যবস্থা করে। জেলাশাসকের মাধ্যমেই টাকা পায় বাস সংগঠনগুলি

You may also like

Leave a Reply!