Home বিনোদন বাংলার শুটিংয়ে থাকতে পারেন ৪০ জন

বাংলার শুটিংয়ে থাকতে পারেন ৪০ জন

by banganews

৩৫ জন নন, বাংলা সিরিয়াল বা সিনেমার ইন্ডোর শুটিংয়ে থাকতে পারেন সর্বাধিক ৪০ জন। আজ শিল্পী, প্রযোজক, কলাকুশলীদের এক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা সিরিয়ালের মাধ্যমে নির্দিষ্ট বার্তাও দিতে বললেন তিনি। কী বার্তা?
‘বাজার করতে গিয়ে লোকে কীভাবে করোনা আক্রান্ত হচ্ছে, আপনাদের সিরিয়ালে দেখান সে গল্প। এতে সাধারণ মানুষ সচেতন হবেন,’ স্পষ্ট জানাচ্ছেন তিনি।

আরও পড়ুন এটিএম থেকে টাকা নয়, বেরোচ্ছে ফুচকা!

তবে শুধু ফিকশন নয়। নন ফিকশন নিয়েও এদিন তাঁর মত স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার নন ফিকশনের শুটিং শুরু হবে। তবে সেটে কোনও দর্শক থাকতে পারবেন না।
শুটিংয়ের ক্ষেত্রে রাজ্যের মধ্যেই আউটডোর করা যাবে। ব্যবহার করা যায় ইকো পার্কগুলোকে।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ওয়েব সিরিজ শুটের জন্য রাজ চক্রবর্তী এবং পমব্রত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিটি তৈরি হবে। সেই কমিটিই শুটিংয়ের ব্যাপারে সবকিছু দেখাশোনা করবে।

You may also like

Leave a Reply!