Home বঙ্গ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে বদলে ফেললেন যানবাহন, অভিনব প্রতিবাদ যুবকের

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে বদলে ফেললেন যানবাহন, অভিনব প্রতিবাদ যুবকের

by banganews

পেট্রোল, ডিজেলের অত্যধিক মূল্যবৃদ্ধির জেরে দিশেহারা সাধারণ মানুষ। ক্রমাগত এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অভিনব এক উপায় বার করেছেন এক যুবক। পেট্রোলের খরচে তিতিবিরক্ত হয়ে তিনি কিনে ফেলেছেন দুটি ঘোড়া।

হুগলির চুঁচুড়া থানার ব্যান্ডেলের যুবক অলক কুমার রায় এই কান্ডটি ঘটিয়েছেন। তাঁর মতে, ঘোড়ায় যাতায়াত করলে পেট্রোলের খরচ যেমন কমবে তেমনি বিশ্ব উষ্ণায়নের হাত থেকেও বাঁচানো যাবে পৃথিবীকে। এই যুবককে দেখে উৎসাহিত হয়েছেন স্থানীয়রাও। ঘোড়া কিনবেন বলে অনেকেই ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ নিতেও ছুটে আসছেন অলকবাবুর কাছে।

ব্যান্ডেলের এই যুবক কর্মসূত্রে গত 8 বছর সৌদি আরবে ছিলেন। করোনার জন্য বাড়ি ফিরে পেট্রোলের দাম দেখে অবাক হয়ে যান অলক। সৌদিতে থাকাকালীন ঘোড়ায় চড়া শিখেছিলেন। সেই থেকেই ঘোড়ার কথা মাথায় আসে তাঁর।

নতুন করোনার স্ট্রেইন ছড়িয়ে পড়ল ভারতেও!

যেমনভাবা তেমন কাজ। দুটি ঘোড়াও কিনে ফেলেন তিনি। কলকাতার হেস্টিংস থেকে কাটিয়াওয়ারা প্রজাতির একটি ঘোড়া কেনেন যেটির দাম পড়েছে দুই লক্ষ কুড়ি হাজার টাকা। অন্যটির দাম সাড়ে তিন লক্ষ টাকা। যে টাকা দিয়ে পেট্রোল কিনতেন সেই টাকায় এখন ঘোড়াদের খাবার কিনছেন তিনি।

You may also like

Leave a Reply!