Home বঙ্গ অবশেষে চালু হচ্ছে ট্রেন, সিদ্ধান্ত রেল-রাজ্য বৈঠকে

অবশেষে চালু হচ্ছে ট্রেন, সিদ্ধান্ত রেল-রাজ্য বৈঠকে

by banganews

বঙ্গ নিউস, ৪ নভেম্বর, ২০২০ঃ  দীর্ঘ প্রায় আট মাস পর অবশেষে চালু হচ্ছে লোকাল ট্রেন। করোনা পরিস্থতিতে সংক্রমণ ঠেকাতে গত মার্চ মাসে লকডাউনের সঙ্গে সঙ্গেই ট্রেন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর লকডাউন যত দীর্ঘায়িত হয়েছে, ততই বেড়েছে ট্রেন চলাচল বন্ধের মেয়াদ। দীর্ঘ হয়রানি, রুজি-রুটির টানাপোড়েন, বিক্ষোভ-আন্দোলনের পর অবশেষে ট্রেন চালানোর বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে একমত হল রাজ্য সরকার। অফিস টাইমে আনুমানিক ২০০ টি ট্রেন চালানো হবে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে। অবশ্য আনলক পর্বে কিছু স্টাফ স্পেশাল ট্রেন চালানো হচ্ছিল।

আরও পড়ুন বাজি বিক্রি না হলে পেট চলবে কী করে? চিন্তায় ব্যবসায়ীরা

প্রতিদিনই সেই ট্রেনে সাধারণ যাত্রীদের ওঠা নিয়ে প্রায়ই বিক্ষোভ, অবরোধ হতে থাকে। শনিবার বিক্ষোভ চরমে পৌঁছায়। হাওড়ায় স্টাফ স্পেপাল ট্রেনে ওঠা নিয়ে রেলপুলিশের সঙ্গে  ধুন্ধুমার হয়। যদিও রেল কর্তৃপক্ষ বেশকিছুদিন আগে থেকেই ট্রেন চালানোর ইচ্ছাপ্রকাশ করেছিল। একাধিকবার রেল-রাজ্য বৈঠকও হয় তবে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ঝুঁকি নিতে নারাজ ছিল রাজ্য। ট্রেন চালালে কীভাবে চালানো হবে, সুরক্ষা বিধি কী হবে, তা নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে চাইছিল সরকার। শনিবারের ঘটনার পরে রাজ্যের তরফে রেলকে চিঠি দেওয়া হয়। অগণিত মানুষের নিত্যদিনের সমস্যার কথা চিন্তা করে শেষ পর্যন্ত সুরক্ষাবিধি বেঁধে দিয়ে নিয়ন্ত্রিতভাবে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল । অতিমারীর আগে কোন স্টেশনে ভিড় বেশী হত সেই অনুযায়ী সমীক্ষা করে টাইম টেবিল তৈরি করা হবে। তবে সূত্রের খবর ট্রেন চালু হলে অধিকাংশই গ্যালপিং হবে।

You may also like

Leave a Reply!