Home বঙ্গ উদ্বেগ বাড়াচ্ছে করোনা পরিস্থিতি

উদ্বেগ বাড়াচ্ছে করোনা পরিস্থিতি

by banganews

ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা পরিস্থিতি। গোটা দেশের সঙ্গে রাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। রাজ্যে কোথাও কোথাও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দোপাধ্যায়। সংক্রমণ আটকাতে রাজ্যে সপ্তাহে দু-দিন করে সার্বিক লকডাউনের কথাও ঘোষণা করা হয়েছে। সপ্তাহে এই দু-দিন রাজ্যে অফিস-কাছারি, যানবাহন সবকিছুই বন্ধ থাকবে। তবুও কমানো যাচ্ছে না করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪০৪ জন এবং মৃত্যু হয়েছে ৪২ জনের।

আরও পড়ুন সৌরভের কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ

দেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৪৮ হাজার ৯১৬ জন এবং মৃত্যু হয়েছে ৭৫৭ জনের। নতুন করে সংক্রমণের জন্য দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জন। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৪ লক্ষ ৫৬ হাজার ৭১ টি। সুস্থ মানুষের সংখ্যা ৮ লক্ষের বেশি। মৃত্যু হয়েছে ৩১ হাজার ৩৫৮ জনের।করোনার জেরে মৃত্যুর জেরে দেশ এখন সারা বিশ্বে রয়েছে ৬ নম্বরে। মৃত্যুর নিরিখে ভারতের আগে রয়েছে আমেরিকা, ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো ও ইতালি।

You may also like

Leave a Reply!