Home বিদেশ রেস্তরাঁ ভেঙে ২৯ জনের মৃত্যু চিনে

রেস্তরাঁ ভেঙে ২৯ জনের মৃত্যু চিনে

by banganews

জিয়াংফেন, ৩০ অগাস্ট, ২০২০: চিনের শানজি প্রদেশের জিয়াংফেন শহরে মর্মান্তিক দুর্ঘটনা। জন্মদিনের পার্টি চলাকালীন আচমকা একটি গোটা রেস্তরাঁ ভেঙে পড়ায় কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন লতা মঙ্গেশকরের আবাসনে করোনা, সিল করল পুরসভা

চিনা সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার জিয়াংফেন এলাকার জুজিয়াং রেস্তরাঁয় একটি জন্মদিনের পার্টি চলছিল। রেস্তরাঁটি লোকজনে ভরা ছিল সেসময়। উপস্থিত অতিথিরা সবাই যখন নিজেদের মতো ব্যস্ত, আচমকা দোতলা ওই বিল্ডিংটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এর ফলে আনুমানিক ৯০ জনের মতো ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ৭০০ জনের বিশাল উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। রবিবার সকাল পর্যন্ত ধ্বংসস্তূপের নীচে থেকে ২৯টি মৃতদেহ ও প্রায় ৬০ জন আহতকে উদ্ধার করা হয়। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।

You may also like

Leave a Reply!