Home কলকাতা কলেজের মেধাতালিকায় সানি লিওন-মিয়া খলিফার নাম, রিপোর্ট চাইবে উচ্চশিক্ষা দফতর

কলেজের মেধাতালিকায় সানি লিওন-মিয়া খলিফার নাম, রিপোর্ট চাইবে উচ্চশিক্ষা দফতর

by banganews

কলকাতা, ৩০ অগাস্ট, ২০২০ঃ  কলেজে ভর্তির জন্য আবেদন ফর্মে সানি লিওনের নাম এবং ছবি থাকায় শুরু হয়েছে বিতর্ক৷ এই বিতর্কে এ বার সজাগ হয়েছে উচ্চশিক্ষা দফতর৷ আশুতোষ কলেজ এ ইংরাজির মেধাতালিকায় সানি লিওনির নাম থাকায় যখন হইহই শুরু হয়েছে। তখনই বজবজ কলেজের মেধাতালিকায় প্রাক্তন পর্নস্টার ও বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম উঠে আসে৷দক্ষিণ ২৪ পরগনার বজবজ কলেজে ইংরেজি অনার্সের ১৫১ তম স্থানে সানির নাম উঠেছে।

আরও পড়ুন ফের উত্তপ্ত কাশ্মীর, সন্ত্রাস দমন অভিযানে খতম ৩ জঙ্গি, শহিদ ১ পুলিশকর্মী

উচ্চ শিক্ষা দফতর সূত্রের খবর, কী করে অনলাইনের ফর্মে এমন ঘটনা ঘটল তা জানতে চাওয়া হবে কলেজ কর্তৃপক্ষের কাছে৷

বারাসত গভর্নমেন্ট কলেজের মেধাতালিকায় ৪ জন পর্নস্টারের নাম রয়েছে৷ সানি লিওন, মিয়া খলিফা-সহ ৪ জন প্রাক্তন ও বর্তমান পর্নস্টারের নাম রয়েছে৷ এই পর্নস্টারদের ইন্টারনেটে থাকা ব্যক্তিগত তথ্যের সঙ্গে আবেদনের তথ্য মিলে গিয়েছে৷ উচ্চ মাধ্যমিকের নম্বরগুলির সঙ্গে ঠিকানাও থাকছে৷ বারাসত কলেজের প্রিন্সিপাল এর দাবি, কেউ ষড়যন্ত্র করে ফেক পোস্ট করেছে৷
এই সমস্ত তথ্য কখনোই কলেজে ভর্তির আবেদনকে বৈধতা দিচ্ছে না৷

আশুতোষ কলেজের কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই থানায় অভিযোগ জানানো হয়েছে৷

You may also like

Leave a Reply!