Home দেশ বদলে গেল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম

বদলে গেল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম

by banganews

দিল্লি, ২৯ জুলাই, ২০২০: বুধবার থেকে বদলে গেল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম। এই মন্ত্রকের নয়া নাম হচ্ছে শিক্ষা মন্ত্রক। যদিও ৩৫ বছর আগে এটিই ছিল মন্ত্রকের নাম। এদিন মন্ত্রকের নতুন নামে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে এ নিয়ে এখনও সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

আরও পড়ুন স্যানিটাইজার বিক্রি করতে লাগবে না অনুমোদন, জানাল কেন্দ্র

স্বাধীনতার পর থেকেই শিক্ষা মন্ত্রক নামেই পরিচিত ছিল এটি। কিন্তু  ১৯৮৫ সালে রাজীব গান্ধির আমলে এই মন্ত্রকের নাম মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক রাখা হয়। সূত্রের খবর, নয়া জাতীয় শিক্ষানীতির অঙ্গ হিসেবেই এই মন্ত্রকের নাম বদল করা হল।
এদিন ক্যাবিনেট বৈঠকে নয়া জাতীয় শিক্ষানীতিও ছাড়পত্র পায়। ইতিহাস বলছে ইসরোর প্রাক্তন প্রধান কে কস্তুরিরঙ্গনের নেতৃত্বে তৈরি জাতীয় শিক্ষানীতির খসড়াতে এই নাম বদলের সুপারিশ করা হয়েছে।

You may also like

Leave a Reply!