Home বঙ্গ রোগী মৃত্যুর ঘটনাতে করোনা যোদ্ধাকে মারধর করলো মৃতের পরিবার

রোগী মৃত্যুর ঘটনাতে করোনা যোদ্ধাকে মারধর করলো মৃতের পরিবার

by banganews

করোনার বিরুদ্ধে দিনরাত এক করে যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিসকর্মীরা লড়াই করছেন এবার সেই প্রথম সারির যোদ্ধারাই একে একে আক্রান্ত হচ্ছেন। করোনা যোদ্ধাদের সম্মান, নিরাপত্তা দেওয়ার কথা উঠেছে বারবার। তবুও অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি। আইসোলেশন ওয়ার্ডের ভিতরেই রোগীর পরিবারের হাতে আক্রান্ত হলেন কর্তব্যরত এক নার্স।

আরও পড়ুন পূর্ব বর্ধমানে ভয়াবহ বজ্রপাতে মৃত্যু ৫ জনের, আহত বহু মানুষ

অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে আসানসোল জেলা হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এক রোগীর মৃত্যু হলে রোগীর পরিবারের লোকজন হাসপাতালে চড়াও হন। আইসোলেশন ওয়ার্ডের ভিতর ঢুকে পড়ে কর্তব্যরত নার্সকে বেধড়ক মারধর করেন। মারধরের ফলে আহত হন শর্মিষ্ঠা দে নামে ওই নার্স। আসানসোল জেলা হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁর।

আরও পড়ুন আবারও লকডাউনের পথে হাঁটছে বীজপুর প্রশাসন

এই ঘটনায় ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের নার্সিং সুপারিন্টেন্ডেন্টকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁরা দাবি করেন, অবিলম্বে নিরাপত্তা আরও বাড়াতে হবে। যাঁরা এই নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি আইসোলেশন ওয়ার্ডের ভিতর কীভাবে রোগীর পরিবারের লোকেরা ঢুকতে পারলেন সে নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভরত নার্সরা।

You may also like

Leave a Reply!