Home দেশ পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ কেন্দ্রের

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ কেন্দ্রের

by banganews

বঙ্গ নিউস, ৩০ অক্টোবর, ২০২০ঃ  উৎসবের মরশুমে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। কষিয়ে রান্না করে রসনা তৃপ্তি করা এখন মধ্যবিত্তের সাধ্যের বাইরে। ১০০-১১০ টাকা কিলো দরে বিকোচ্ছে পেঁয়াজ। এবার দাম নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আপাতত বিদেশে পেঁয়াজ রফতানি বন্ধ থাকবে। ফরেন ট্রেড মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে পেঁয়াজের চাহিদা অনুযায়ী বিদেশে পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন মহানায়কের লক্ষ্মী—মুখখানি অবিকল গৌরীদেবীর মতো

পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় স্থানে ভারত তবুও এত দাম কেন? পেঁয়াজের চাহিদা প্রত্যেকটি রাজ্যেই রয়েছে সেই সুযোগেই দাম বৃদ্ধি করা হচ্ছে। অন্যদিকে পেঁয়াজ রপ্তানী নিয়ে বৈদেশিক বাণিজ্যিক পরিচালক জানিয়েছেন তাৎক্ষণিক সিদ্ধান্তে রফতানি নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

You may also like

Leave a Reply!