Home পাঁচমিশালি মহানায়কের লক্ষ্মী—মুখখানি অবিকল গৌরীদেবীর মতো

মহানায়কের লক্ষ্মী—মুখখানি অবিকল গৌরীদেবীর মতো

by banganews

বঙ্গ নিউস, ৩০ অক্টোবর, ২০২০ঃ  সে সময়টা ‘যদু ভট্ট’ ছবির কাজ চলছে। শুটিং সেটে অতিমাত্রায় ব্যস্ত মহানায়ক উত্তমকুমার। শুটিংয়ের কাজের জন্য একটি সরস্বতী মূর্তি খুব প্রয়োজন। খবর গেল কুমারটুলিতে। অচিরেই তৈরি হয়ে এলেন সরস্বতী। উত্তমকুমারের খুব পছন্দ হল সরস্বতীর মুখ। খোঁজ করলেন, এই প্রতিমার শিল্পী কে?
শুনলেন তাঁর নাম। নিরঞ্জন পাল।
মহানায়ক ঠিক করলেন, ইনিই তাঁর বাড়ির কোজাগরী পুজোর লক্ষ্মীঠাকুর তৈরি করবেন। এই পুজোটি উত্তমকুমার আর গৌরীদেবী সাড়ম্বরে করতেন তাঁদের বাড়িতে।

আরও পড়ুন দৈত্যলোক ছেড়ে লক্ষ্মী এবার চললেন দেবতাদের অভিমুখে

শিল্পী নিরঞ্জন পালের কাছে খবর গেল। তিনি তো আহ্লাদে আটখানা।
তবে মহানায়ক এক শর্তও দিলেন। লক্ষ্মীপ্রতিমার মুখটি হবে গৌরীদেবীর আদলে।
তাই হল। অবিকল গৌরীদেবীর মতো দেখতে মহানায়কের বাড়ির লক্ষ্মী। যাঁরাই দেখলেন, চমকে উঠলেন!
দেবী এলেন বেনারসী পরে। বাড়িতে আসার পর তাঁকে অলঙ্কার পরাতে এলেন মৃৎশিল্পী নিজেই।
মহানায়ক যতদিন জীবিত ছিলেন, ততদিন তো গৌরীদেবীর আদলের লক্ষ্মী পুজো পেয়েছেন কোজাগরীতে। মহানায়কের পরেও সেই একই রীতি বজায় আছে আজও।
তফাৎ শুধু, এখন আর দেবী বেনারসী পরে আসেন না। আসেন তাঁতের শাড়ি পরে। বাকি সব রীতি-নিয়ম সেই মহানায়কের আমলের মতোই। ওই একই আড়ম্বরে উদযাপিত হয় উত্তমকুমারের বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজো।

You may also like

Leave a Reply!