Home বঙ্গ করোনা রুখতে কামান দাগবে কলকাতা পৌরনিগম

করোনা রুখতে কামান দাগবে কলকাতা পৌরনিগম

by banganews

কামান ছাড়া করোনা রোখা যাবে না কলকাতায়। এবার সেটাই করতে চলেছে কলকাতা পৌরনিগম। কামান টেকনোলজির গাড়ি আনতে চলেছে। আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে রোজ। সেই তুলনায় মোকাবিলার সরঞ্জামের সংখ্যা কম।
একটি এলাকায় স্প্রে করার গাড়ি পাঠালে সময় লেগে যাচ্ছে অনেক্ষণ। তাই এবার কামানের টেকনোলজি কাজে লাগিয়ে ২৭ লক্ষ টাকা ব্যয়ে কেনা হয়েছে নতুন গাড়ি। যা খুব কম সময়ে অনেকটা এলাকা জীবাণুনাশক ছড়াতে পারবে। তবে এই বিশাল আকৃতি গাড়ির জন্য চাই বড় জায়গা। চওড়া ফুটপাথ, চওড়া রাস্তা, অফিস, বড় বিল্ডিং ইত্যাদিকে কয়েক মুহূর্তের মধ্যে স্যানিটাজড করে দেবে এই বিশেষ কামান গাড়ি।

আরও পড়ুন এক প্রজন্মব্যাপী মহামারী : কর্মক্ষম তরুণদের মুখে ভবিষ্যতের অনিশ্চয়তা
৮০ মিটার দূর পর্যন্ত সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রিত তরল স্প্রে করতে পারে এই কামান। ৩৬০ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেও পারে এই কামানটি। গাড়ির পিছনে একটি জেনারেটর ফিট করা রয়েছে। রয়েছে জলের ট্যাঙ্কার। তার সামনে রয়েছে এই কামান।
সেখান থেকেই গোলার মতো এই তরল বেরোবে যা একসঙ্গে অনেকটা দূরত্ব পর্যন্ত এবং অনেকটা ব্যাসার্ধ কভার করতে পারবে। শনিবার, দুপুরে রাসমণি রোডে এই গাড়ি উদ্বোধন করবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

You may also like

Leave a Reply!