Home দেশ হাথরাস কাণ্ডে অবশেষে সাসপেন্ড জেলাশাসক ও পুলিশসুপার

হাথরাস কাণ্ডে অবশেষে সাসপেন্ড জেলাশাসক ও পুলিশসুপার

by banganews

হাথরাস, ২ অক্টোবর, ২০২০ঃ হাথরাস গনধর্ষণে তোলপাড় হয়ে গেছে গোটা দেশ। রীতিমত প্রশ্নের মুখে উত্তরপ্রদেশ প্রশাসন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবী করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। অবশেষে চাপের মুখে নড়েচড়ে বসল উত্তরপ্রদেশ সরকার। সাসপেন্ড করা হল জেলাশাসক , পুলিশসুপার সহ সাত পুলিশকর্মীকে। নির্যাতিতার পরিবারের সাথে কথা বলে বিশেষ তদন্তকারী দল সিট। তাদের রিপোর্টের ভিত্তিতে সাসপেন্ড করা হয়

আরও পড়ুন হাথরাসের ঘটনার প্রতিবাদে পথে নামছেন মমতা

পরিবারের অনুমতি ছাড়াই পুড়িয়ে দেওয়া হয় নির্যাতিতার দেহ, এই ঘটনা সামনে আসতে উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়ে সরব হয় গোটা দেশ। সূত্রের খবর এসপির ভূমিকা নিয়ে রিপোর্ট তলব করতে পারে উত্তরপ্রদেশ সরকার। কাল নির্যাতিতার বাড়িতে যাওয়ার পথে পুলিশ বাধা দেয় কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে। এমনকি আজও ডেরেক ও ব্রায়েন সহ তৃণমূল সাংসদ দের বাধা দেয় পুলিশ। সংবাদমাধ্যমকেও আটকে দেয় পুলিশ। উত্তরপ্রদেশের পুলিশের এহেন ভূমিকায় ক্ষুব্ধ হয়ে ওঠে গোটা দেশ। অবশেষে সাসপেন্ড করা হয় উত্তরপ্রদেশের পুলিশ সুপার সহ সাত পুলিশকর্মীকে।

You may also like

Leave a Reply!