Home বিনোদন অনলাইনে মুক্তি পাবে সড়ক ২

অনলাইনে মুক্তি পাবে সড়ক ২

by banganews
একুশ বছর পর পরিচালনায় ফিরলেন মহেশ ভাট। আলিয়ারও বাবার সঙ্গে এই প্রথম ছবি। তার ওপর ‘সড়ক’-এর মতো এমন জনপ্রিয় ছবির সিক্যুয়েল। সব মিলিয়ে ‘সড়ক ২’ নিয়ে মানুষের উত্তেজনা ছিল তুঙ্গে। এর মধ্যেই হয়ে গেল লকডাউন। তবে জুলাইয়ের শুরুতেই আর যে দুদিনের শুটিং বাকি আছে, তা হয়ে যাবে। হয়ে যাবে পোস্ট প্রোডাকশন্সের কাজও। কিন্তু রিলিজ?
এইখানেই হতোদ্যম মহেশ ভাট। দেশের অবস্থার উন্নতির কোনও লক্ষণ নেই। কবে যে সিনেমা হল খুলবে কেউ জানে না। এক সাক্ষাৎকারে মহেশ বলছেন, খুব শীঘ্র সিনেমা হল খোলার কোনও আশা তিনি করেন না।
তাহলে রিলিজ করবেন কোথায়? ডিজনি হটস্টারে। মানে ওটিটি প্ল্যাটফর্মে। এছাড়া আর কোনও উপায় তাঁর হাতে নেই বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান পরিচালক।
প্রসঙ্গত আলিয়া ও পূজা ভাট ছাড়াও এই ছবিতে দেখা যাবে আদিত্য রায় কাপুর, যিশু সেনগুপ্ত ও গুলশন গ্রোভারকে।

You may also like

Leave a Reply!