Home দেশ প্রবল বর্ষণে জলমগ্ন মুম্বই

প্রবল বর্ষণে জলমগ্ন মুম্বই

by banganews

মুম্বাই, ৪ ঠা আগস্ট, ২০২০ : বর্ষায় জলমগ্ন বাণিজ্য নগরী। একটানা বৃষ্টিতে একাধিক অঞ্চল ইতিমধ্যেই জলের তলায়। লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ৪৮ ঘন্টা অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। সোমবার রাতভর চলেছে অতি ভারী বৃষ্টি। আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিলেও এই পরিস্থিতি ছিল অকল্পনীয়। এমন সঙ্গীন হয়ে উঠবে তা কল্পনার বাইরে ছিল সকলেরই।

আরও পড়ুন :  দেশের করোনা পরিস্থিতি

উপরন্তু চিন্তায় ফেলেছে ভরা জোয়ার। সমুদ্র সৈকতের ধারে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন। পরিস্থিতি ভয়াবহ আকার নিলে স্থানীয় বাসিন্দারা যাতে পাকা স্কুল বিল্ডিংয়ে আশ্রয় নিতে পারেন তার প্রস্তুতি নিচ্ছে বিএমসি। মৌসম ভবন জানিয়েছে মুম্বইয়ের থানে, রায়গড়ে আগামী ৪৮ ঘন্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন :  নিম্নচাপের জেরে বৃষ্টি, সমুদ্র উপকূলে জারি সতর্কতা

বিএমসির পোস্টটি শেয়ার করে প্রশাসনিক তৎপরতার কথা জানিয়েছেন আদিত্য ঠাকরে। সকলকে ঘরে থাকতে ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেছেন তিনি। প্রতি বছরই অতিবৃষ্টিতে বানভাসি হয় মুম্বই।

You may also like

Leave a Reply!