Home Onno Pujo 2020 পুজোয় বাড়ি ফেরার ধুম , পুজোর খুশিতে একদিনে রেকর্ড যাত্রী দমদম বিমানবন্দরে

পুজোয় বাড়ি ফেরার ধুম , পুজোর খুশিতে একদিনে রেকর্ড যাত্রী দমদম বিমানবন্দরে

by banganews

কলকাতা ১৪ অক্টোবর ২০২০

পুজোর মুখে বাড়ি ফেরার ধুম। একদিনে রেকর্ড যাত্রী দমদম বিমানবন্দরে। যাত্রী সংখ্যা 30 হাজারের বেশি। লকডাউনের পর থেকে এখনও পর্যন্ত এত বিপুলসংখ্যক যাত্রী একদিনে ওঠানামা করেননি। লকডাউনের সময় বন্ধ ছিল যাত্রীবাহী বিমান। ২৮ মে থেকে বিমান পরিষেবা আংশিক শুরু হয়।

উৎসবের মরশুমে প্রচুর মানুষ কর্মস্থল থেকে বাড়ি ফিরছেন। আবার অনেকে পুজোতে বেড়াতে যাচ্ছেন। পাশাপাশি,
ট্রেন চলাচল স্বাভাবিক না থাকায় বিমান পরিষেবার দিকেই ঝুঁকতে হচ্ছে যাত্রীদের। পরিযায়ী শ্রমিকদের কর্মস্থলে ফিরতেও বিমানের উপর ভরসা করতে হচ্ছে। যার ফলস্বরূপ বিমানবন্দরে
এই ঠাসাঠাসি ভিড়।

আরো পড়ুন – যত আসন ততজন যাত্রী, এই শর্তে মেট্রো চালু হবে জানালেন মুখ্যমন্ত্রী 

দমদম বিমানবন্দর সূত্রের খবর, বিভিন্ন জায়গা থেকে কলকাতায় এসেছে 129টি বিমান৷ যাত্রী সংখ্যা 14 হাজারের বেশি। কলকাতা থেকে দেশের অন্য শহরে 133টি বিমান উড়ে গেছে যার যাত্রীসংখ্যা মোট 19110। বর্তমানে সপ্তাহে তিনদিন কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই আহমেদাবাদ, পুণের মধ্যে বিমান যোগাযোগ চালু রয়েছে।

You may also like

Leave a Reply!