Home Onno Pujo 2020 প্রতিমা কিছুতেই বিসর্জন দেবেন না রাসমণির জামাই…

প্রতিমা কিছুতেই বিসর্জন দেবেন না রাসমণির জামাই…

by banganews

বঙ্গ নিউস, ২৬ অক্টোবর, ২০২০ঃ  দুর্গাপুজো করেছেন রানি রাসমণির জামাই জমিদার মথুরামোহন বিশ্বাস। জানবাজারের কাছারিবাড়িতে অত্যন্ত ধুমধাম করে তিনদিনের পুজো তো হল। নিষ্ঠাতেও কোনও কমতি নেই।
তবে বিপত্তিটা ঘটল বিজয়ার দিন। কিছুতেই দেবীকে বিসর্জন দিতে রাজি নন জমিদার মথুরামোহন। তাঁর প্রাণের প্রতিমা থাকবেন তাঁর কাছে। নিত্য পুজো, ভোগরাগ হবে। জলে তাঁকে দিতে পারবেন না।

আরও পড়ুন বিসর্জনে কড়াকড়ি, স্পিডবোট থেকে চলবে নজরদারি

জমিদারবাবুর মর্জি দেখে প্রমাদ গণছেন কর্মচারীরা। পুরোহিতরাও তটস্থ। জমিদারবাবুর মুখের ওপর কথা বলবে কে! এদিকে বিসর্জনের সময় হয়ে আসছে। ততই বেড়ে চলেছে মথুরামোহনের জেদ আর আবেগ। কেঁদে কেঁদে চোখদুটো রক্তজবার মতো লাল টকটকে। দাঁতে দাঁত চাপা জেদটাও প্রবল থেকে প্রবলতর হয়ে উঠেছে।
উপায়? একজনই। ছোট ভটচায। যদি কিছু করতে পারেন, তো তিনিই। জমিদার মথুরামোহনের স্ত্রী জগদম্বা ধরে পড়লেন তাঁকেই—বাবা, তুমিই কিছু উপায় করো।
রামকৃষ্ণ পরমহংস এসে দাঁড়ালেন তাঁর সাধের ভালোবাসার ‘সেজবাবু’ মথুরামোহনের সামনে। অত্যন্ত সহজ সরল ভাষায় বুঝিয়ে দিলেন, প্রতিমা তো এবার মৃন্ময়ী। চিন্ময়ী মা তিনদিনের পুজোশেষে মথুরামোহনের হৃদয়ে প্রবেশ করে গেছেন সেই কখন! এবার সেখানেই তাঁর অন্তরের নিত্য শ্রদ্ধা গ্রহণ করবেন। এই মৃন্ময়ী প্রতিমার এখন আর কোনও প্রয়োজন নেই। তাঁকে বিদায় দেওয়াই সঙ্গত।
চিন্ময়ী-মৃন্ময়ীর এই সহজ সমাধানে এবার সাতিশয় তৃপ্ত হলেন জমিদার মথুরামোহন।
রাণি রাসমণির কাছারিবাড়ির দুর্গাপ্রতিমা চললেন বিসর্জনের পথে!

You may also like

Leave a Reply!