Home Onno Pujo 2020 বিসর্জনে কড়াকড়ি, স্পিডবোট থেকে চলবে নজরদারি

বিসর্জনে কড়াকড়ি, স্পিডবোট থেকে চলবে নজরদারি

by banganews

কলকাতা, ২৬ অক্টোবর, ২০২০ঃ করোনা আবহে পুজো হয়েছে একাধিক বিধিনিষেধ মেনে। এবার বিসর্জনও হবে বিধিনিষেধ মেনে। মহানগরের প্রতিটি ঘাটেই থাকবে কড়া নজরদারি। স্পিডবোর্ড থেকে নজর রাখা হবে। বিসর্জনের ঘাটে জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে।

আরও পড়ুন অঞ্জলি দিয়ে বিপাকে নুসরত-সৃজিত

প্রতিটি পুজো কমিটিকে করোনা বিধি মেনে বিসর্জন পর্ব সারতে হবে। কোনো মাইক বা ডিজে বাজানো যাবে না। প্রতিমা মন্ডপ থেকে সরাসরি ঘাটে বিসর্জন দিতে হবে। কোনো পরিক্রমা করা যাবে না। এবছর সিঁদুর খেলাতেও রয়েছে নিষেধাজ্ঞা। বিকেলের মধ্যে বিসর্জন শেষ করে ফেলতে হবে। পুজোর আগেই হাইকোর্ট রায় দিয়েছিল এবছরের পুজো হবে দর্শকশূন্য। এবার বিসর্জনও সারা হবে শুধু পুজো উদ্যোক্তাদের নিয়েই।

You may also like

Leave a Reply!