Home Onno Pujo 2020 দুর্গাপুজোর মতই জগদ্ধাত্রী পুজোয় মন্ডপে প্রবেশ নিষেধ চন্দননগরে

দুর্গাপুজোর মতই জগদ্ধাত্রী পুজোয় মন্ডপে প্রবেশ নিষেধ চন্দননগরে

by banganews

চন্দননগর, ২৯ অক্টোবর, ২০২০ঃ  মা দুর্গা শ্বশুরবাড়ি ফিরেছেন, এবার মা জগদ্ধাত্রীর পালা। তবে দুর্গাপুজোর গাইডলাইন মেনেই আরাধনা হবে মা জগদ্ধাত্রীর। সেখানেও পুজো মন্ডপে প্রবেশ নিষেধ দর্শনার্থীদের। মন্ডপের আগে ১০ মিটার দূরত্বে ব্যারিকেড দিয়ে রাখতে হবে। বুধবার চন্দননগরের পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি।

আরও পড়ুন সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডায়ালিসিসের সিদ্ধান্ত

রাজ্য সরকারের স্বাস্থ্যবিধি ও হাইকোর্টের গাইডলাইন মেনে পুজো করা যেতে পারে এমনটাই ঠিক হয়েছে বৈঠকে। প্রতিবারের মত প্রতিমা পুজো হবে নাকি ঘটে সারা হবে পুজো, তা নিয়ে শুরু হয় বিতর্ক। হাইকোর্টের রায়ের পর কেন্দ্রীয় পুজো কমিটি জানিয়ে দিয়েছে, সেই রায় মেনেই পুজো হবে। যারা মূর্তিপুজো করতে চান তাঁরা স্বাভাবিক উচ্চতা বজায় রেখে পুজো করতে পারবেন। ১১৯টি পুজো কমিটি স্বাভাবিক পুজোর পক্ষে আর ৩৩টি পুজো কমিটি ঘট পুজোর পক্ষে সওয়াল করেছে।কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক  শুভজিত সাউ জানিয়েছেন সরকারি নির্দেশ মেনেই পুজো হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে।

You may also like

Leave a Reply!