Home দেশ প্রকাশিত ইউ পি এস সি পরীক্ষার ফল

প্রকাশিত ইউ পি এস সি পরীক্ষার ফল

by banganews

দিল্লি, ০৪ আগস্ট ২০২০ঃ  প্রকাশিত হল ইউপিএসসি ২০১৯ সালের সিভিল সার্ভিস পরীক্ষার ফল। বাংলা থেকে ২ জন রয়েছেন প্রথম ২০ জনের মধ্যে।
২০১৯ সালের সিভিল সার্ভিস লিখিত পরীক্ষার ফলাফল এবং ২০২০ সালের ফেব্রুয়ারি-অগস্ট পার্সোনালিটি টেস্ট-এর ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে সম্ভাব্য নিয়োগের জন্য মঙ্গলবারই মেধা তালিকা প্রকাশ করেছে ইউপিএসসি৷ একইসঙ্গে প্রার্থীদের নিয়োগ এর তালিকাও প্রকাশ করেছে কমিশন৷

এই তালিকা অনুযায়ী নিয়োগ হবে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (IPS) এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘এ’ এবং ‘বি’ বিভাগে।

আরও পড়ুন ব্রাজিলের গাড়ির শোরুমে বিশ্বের প্রথম সেলস ডগ

২০১৯ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন প্রদীপ সিং। দ্বিতীয় হয়েছেন যতীন কিশোর এবং তৃতীয় প্রতিভা ভার্মা।
মোট ৮২৯ জন প্রার্থী স্থান পেয়েছেন কমিশনের সম্ভাব্য নিয়োগ তালিকায়। এর মধ্যে জেনারেল ৩০৪, ইডব্লুএস ৭৮, ওবিসি ২৫১, এসসি ১২৯ এবং এসটি ৬৭।

পরীক্ষার শর্তাবলী অনুসরণ করে শূন্যপদের সংখ্যার উপরে নির্ভর করবে সিভিল সার্ভিসের নির্দিষ্ট বিভাগে নিয়োগ প্রক্রিয়া।

কেন্দ্রীয় সরকারের তরফে শূন্যপদের যে হিসেব উল্লেখ করা হয়েছে তা এই রকম:
★আইএএস:
জেনারেল- ৭২
ইডব্লুএস- ১৮
ওবিসি- ৫২
এসসি- ২৫
এসটি- ১৩
মোট- ১৮০
★ আইএফএস
জেনারেল- ১২
ইডব্লুএস- ২
ওবিসি- ৬
এসসি- ৩
এসটি- ১
মোট- ২৪
★ আইপিএস:
জেনারেল- ৬০
ইডব্লুএস- ১৫
ওবিসি- ৪২
এসসি- ২৩
এসটি- ১০
মোট- ১৫০
★ সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘এ’:
জেনারেল- ১৯৬
ইডব্লুএস- ৩৪
ওবিসি- ১০৯
এসসি- ৬৪
এসটি- ৩৫
মোট- ৪৩৮
★ সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘বি’:
জেনারেল- ৫৭
ইডব্লুএস- ১৪
ওবিসি- ৪২
এসসি- ১৪
এসটি- ৮
মোট- ১৩৫
★ মোট নিয়োগ করা হয়েছে ৯২৭ জনকে৷ তার মধ্যে
জেনারেল- ৩৯৭
ইডব্লুএস- ৮৩
ওবিসি- ২৫১
এসসি- ১২৯
এসটি- ৬৭
এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে ৪৫টি পিডব্লুবিডি শূন্যপদ (পিডব্লুবিডি-১ বিভাগে ১৭টি, পিডব্লুবিডি-২ বিভাগে ৯টি, পিডব্লুবিডি-৩ বিভাগে ১৩টি এবং পিডব্লুবিডি-৫ বিভাগে ৬টি পদ)।

You may also like

Leave a Reply!