Home দেশ এক লক্ষ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

এক লক্ষ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

by banganews

করোনা আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে গোটা দেশ। করোনার প্রবাহে সারা দেশে এক কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। দিনে দিনে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা ও পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সঙ্খ্যাও। করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়াল গোটা দেশে। ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৪৯ জন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৯৭০ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩১৬৯ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৩৪ জনের। অবশ্য সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ১৭৪ জন কিন্তু আক্রান্তের সংখ্যা লক্ষাধিক হয়ে গেল লকডাউনের ৫৫ তম দিনে। মহারাস্ট্রে ৩৫ হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গুজরাতেও করোনা আক্রান্তের সংখ্যাও ১২ হাজারের কাছাকাছি। সেই জায়গায় পশ্চিমবঙ্গ অনেকটাই নিয়ন্ত্রণে। রাজ্যে যাতে নতুন করে করোনা আক্রান্ত না হয় তাঁর জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। লক্ষ ছিল ১ লক্ষ কিছুতেই হতে দেওয়া যাবে না করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু শেষ রক্ষা হল না। করোনা রুখতে দফায় দফায় লকডাউন জারি রয়েছে । ১৮ ই মে থেকে আরও ১৪ দিনের জন্য লকডাউন জারি হয়েছে অথচ ১৮ ই মে লকডাউনের ৫৫ তম দিনে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গেল।

You may also like

Leave a Reply!