Home পাঁচমিশালি করোনা এবার স্থান পেল উইকিপিডিয়ায়

করোনা এবার স্থান পেল উইকিপিডিয়ায়

by banganews

করোনা এবার স্থান পেল উইকিপিডিয়া তে এখন দেশে সব থেকে একটাই বড় খবর তা হল করনা। প্রত্যেক মানুষ জানতে চাইছে এই রোগের ব্যাপারে । কি ভাবে এই রোগ এল , বা কি ভাবে এটি নির্মূল করা যায় বা কোথায় কত মানুষ আক্রান্ত হয়েছেন বা কত মানুষ এই মুহূর্তে মারা যাচ্ছেন । এই সব খবর জানতে মানুষ খুব আগ্রহী । তাই আজ কোটি কোটি মানুষ যোগ দিচ্ছেন গুগলে । সারাদিনে গুগল এ কয়েক কটি মানুষ সার্চ করছেন করোনার বিষয়ে জানার জন্য । আর এই সুযোগে ছরিয়ে যাচ্ছে কিছু ফেক নিউজ । যা মানুষ কে নানা ভাবে বিভ্রান্ত করে দিচ্ছে । তাই করোনার মত মারাত্মক ভাইরাসের সম্পর্কে জানার জন্য এবার উইকিপিডিয়া সাহায্য করবে । এবার তাতে পেয়ে যাবে মানুষ সমস্ত নির্ভরযোগ্য তথ্য । কি করনীয় এই সময়ে বা কি ভাবে উৎপত্তি এই করনার এই সব খবর পাওয়া যাবে এবার উইকিপিডিয়া তে । আর শুধু বাংলা নয় , তেলেগু তামিল মারাঠি , কন্নড় ভোজপুরি এই সব ভাষাতে পাওয়া যাবে এবার করোনার তথ্য । ২০১৯ সালে ডিসেম্বরে তৈরি হয় এক্তি উইকিপিডিয়া র প্রকল্প । উন্নত মানের পাঠকদের জন্য তৈরি করা হয় এই সাইট টি । কিন্তু তার পর ভাবা হয় যে এতি সর্ব স্তরের মানুষ দের কাছে পৌঁছে যাওয়া উচিত । তাই বিভিন্ন ভাষায় এই তথ্য দেওয়ার কথা ভাবা হয় । যাতে সঠিক তথ্য মানুষ এর কাছে পৌছতে পারে । এই কাজ টি করছেন স্বাস্থ্য প্রকল্প কেন্দ্রীয় সাস্থ্য মন্ত্রক তথা মার্কিন যুক্তরাষ্ট্র এর জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিষয়ক বিশেষজ্ঞ দের সমন্বয়ে কাজ করছেন । তাদের এই উদ্যেগে সাধারন মানুষ এর হাতের কাছে পৌঁছে গেল উইকিপিডিয়া ।

You may also like

Leave a Reply!