Home দেশ এক বছরে অক্সফোর্ড টিকার একশো কোটি ডোজ ভারতে

এক বছরে অক্সফোর্ড টিকার একশো কোটি ডোজ ভারতে

by banganews

করোনার টিকা আরও বিস্তৃত জায়গায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিচ্ছে ভারত। অক্সফোর্ড টিকার ভারতীয় সহযোগী সেরাম ইনস্টিটিউট ইতিমধ্যেই ১০০ কোটি ডোজ তৈরি করার পরিকল্পনা করেছে।
এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন সংস্থার সিইও আদর পুনাওয়ালা। তিনি বলেছেন, অন্য দেশের মতো এখানেও মানবদেহে পরীক্ষা করা হবে টিকাটির। সেই কাজ আগামী মাসে শুরু হবে। এক সপ্তাহের মধ্যেই ট্রায়ালের জন্য ছাড়পত্র পেতে আবেদন করবে সেরাম ইনস্টিটিউট।

আরও পড়ুন গাজিয়াবাদের সাংবাদিক মৃত্যুর ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রিয়াঙ্কা গান্ধীর

আদর বলেন যে, তাঁদের সময়সীমা আগামী এক বছর। তার মধ্যেই তাঁরা এই টিকার এক কোটি ডোজ বানিয়ে ফেলতে চান। শুধু ভারত নয় অবশ্য, অনান্য কম ও মধ্য আয়ের দেশেও এই টিকা পাঠাতে চায় সেরাম ইনস্টিটিউট।
এই মুহূর্তে অক্সফোর্ড টিকার প্রথম ফেজের ফলাফল এলেও ব্রিটেনে দ্বিতীয় ফেজ ও দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য দেশে তৃতীয় ফেজের ট্রায়াল চলছে।
অক্সফোর্ড টিকার ফলাফল ভালো হলেও গবেষকরা সতর্ক করেছেন এটাতেই যে করোনা নির্মূল সেটা এখনই বলা যাবে না। ভালো টিকার যে সব শর্ত, সেগুলিকে পূর্ণ করতে হবে এটিকে। এছাড়াও কতদিন টিকার প্রতিরোধ ক্ষমতা শরীরে থাকবে, সেটাও বৈজ্ঞানিকরা হিসাব করে দেখবেন পরবর্তী ধাপে।

You may also like

Leave a Reply!