Home দেশ বাতিল হল এবছরের অমরনাথ যাত্রা

বাতিল হল এবছরের অমরনাথ যাত্রা

by banganews
বাতিল হল এবছরের অমরনাথ যাত্রা। আজ শ্রীঅমরনাথজি শ্রাইন বোর্ডের এক আপৎকালীন সভায় এমনই সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রাইন বোর্ডের এক সূত্র মারফত জানা যায়, করোনাভাইরাস সংক্রমণের বাড়বাড়ন্তের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। জম্মু-কাশ্মীরে এখনই করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৪ হাজারের কাছাকাছি। এই সপ্তাহ থেকেই নতুন করে উইকএন্ড লকডাউন শুরু হচ্ছে সেখানে। শুক্রবার সন্ধে ৬টা থেকে সোমবার সন্ধে ৬টা অবধি কড়া লকডাউন থাকবে প্রতি সপ্তাহে।
এই পরিস্থিতিতে নতুন করে অমরনাথ যাত্রার আয়োজন করা হলে সংক্রমণ আরও লাগামছাড়া হয়ে দাঁড়াবে বলে মনে করছেন শ্রাইন বোর্ডের কর্মকর্তারা। তাই শুরুতে দৈনিক ৫০০জন তীর্থযাত্রীর অংশ নেওয়ার কথা বলা হলেও পরিবর্তিত পরিস্থিতিতে গোটা যাত্রাটিই বাতিল ঘোষণা করা হল।
তবে আগামী ৩ আগস্ট বোর্ডের তরফ থেকে অমরনাথ গুহা অবধি ‘ছড়ি মুবারক’ যাত্রাটি সম্পন্ন হবে বলে ঘোষণা করা হয়েছে।

You may also like

Leave a Reply!