Home দেশ দিল্লি হিংসার ঘটনায় গ্রেফতার ওমর খালিদ

দিল্লি হিংসার ঘটনায় গ্রেফতার ওমর খালিদ

by banganews

দিল্লি, ১৪ সেপ্টেম্বর, ২০২০ঃ  দিল্লিতে হিংসার ঘটনায় গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা ওমর খালিদ কে. তার বিরুদ্ধে ইউএপি ধরায় মামলা রুজু করা হয়েছে. রবিবার তাকে ডেকে পাঠিয়ে কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরেই গ্রেফতার করা হয় উমর খালিদকে। এর আগেও ওমর খালিদ কে জিজ্ঞাসাবাদের জন্য দেখে পাঠিয়েছিল দিল্লি পুলিশের স্পেশাল সেল।

আরও পড়ুন পুজোর আগে কৃষক ও মৎস্যজীবীদের ২ হাজার টাকা ভাতা রাজ্য সরকারের

দিল্লিতে হিংসার ঘটনায় আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হোসেন এর নাম চার্জশিটে উল্লেখ করা হয়েছে. তদন্তকারী অফিসারের দাবি, দিল্লিতে হিংসার ঘটনা শুরু হওয়ার আগে 8 ই জানুয়ারি ওমর খালিদ এবং ওমর সাইফি এর সঙ্গে শাহীনবাগে caa বিরোধী সভায় দেখা করেন তাহির হোসেন. তদন্তকারী আধিকারিকের দাবি, সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকালে তাহির হোসেন কে বড় হিংসার ঘটনার জন্য তৈরি থাকতে বলেন ওমর খালিদ. এর পরেই দিল্লিতে হিংসার নিয়ে তদন্তে নামে দিল্লি পুলিশের বিশেষ শাখা,. ফেব্রুয়ারীতে উত্তর-পূর্ব দিল্লিতে caa পক্ষে এবং বিরুদ্ধে থাকা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, ব্যাপক হিংসার ঘটনায় 53 জনের মৃত্যু হয়

You may also like

Leave a Reply!