Home কলকাতা আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে চালু হল মেট্রো পরিষেবা

আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে চালু হল মেট্রো পরিষেবা

by banganews

কলকাতা, ১৪ সেপ্টেম্বর, ২০২০ঃ  করোনার বাধা কাটিয়ে অবশেষে কলকাতায় চালু হল মেট্রো পরিষেবা। তবে করোনা বিধি মেনেই চলছে মেট্রো। কাজের জন্য বহু মানুষকেই প্রতিদিন যাতায়াত করতে হয়৷ তাই মানুষের সুবিধার কথা মাথায় রেখেই চালু করা হল মেট্রো রেল পরিষেবা।

আরও পড়ুন দিল্লি হিংসার ঘটনায় গ্রেফতার ওমর খালিদ

রবিবার নিট পরীক্ষার্থীদের জন্য ছিল বিশেষ পরিষেবা। সোমবার থেকে সাধারণ মানুষের জন্যও খোলা হল মেট্রো। থার্মাল চেকিং ও স্যানিটাইজেশনের পরেই চড়া যাবে মেট্রোতে। আগের মত এক সঙ্গে একটি কামরায় বহু সংখ্যক মানুষ ভিড় করে যাত্রা করতে পারবেন না। করোনা নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি৷ তাই ভিড় এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে৷ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে চালু পরিষেবা। মেট্রোয় চড়তে গেলে এখন থেকে লাগবে ইপাস। বাধ্যতামূলক মাস্ক পরতে হবে । প্রতি স্টেশনে ৩০ সেকেন্ড দাঁড়াবে ট্রেন। চালু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোও।

You may also like

Leave a Reply!