Home দেশ ৬৫ নয়, বয়স ৮০ পেরোলে তবেই পোস্টাল ব্যালট

৬৫ নয়, বয়স ৮০ পেরোলে তবেই পোস্টাল ব্যালট

by banganews
প্রবীণ নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদানের সুবিধার কথা ঘোষণা করেও তা খারিজ করল ভারতীয় নির্বাচন কমিশন।
আসন্ন বিহার ভোটে ৬৫ ঊর্ধ্ব ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ফিরিয়ে আনার কথা বলেছিল কমিশন। সদ্যপ্রসূতি ও আসন্নপ্রসবাদের জন্যও একই সুবিধে দেওয়ার কথা বলা হয়েছিল।
কিন্তু বিভিন্ন প্রতিকুলতার জন্য এই নিয়ম আপাতত চালু করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
৮০ বছরের ঊর্ধ্বের ভোটররা অবশ্য পোস্টাল ব্যালটের সুযোগ পাবেন। যাঁরা করোনা আক্রান্ত, কিংবা উপসর্গযুক্ত, প্রতিবন্ধী এবং এমার্জেন্সি ডিউটিতে আছেন, তাঁরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে।
৬৫ ঊর্ধ্ব নাগরিকদের জন্য পোস্টাল ব্যালট চালু করার নিয়মের তীব্র প্রতিবাদ করেছিল বিরোধী দলগুলি। বিরোধীদের দাবি ছিল, এতে শাসক দল লাভ পাবে বেশি। শুধু যে বিহারের বিরোধী দলগুলি এর বিরুদ্ধে সরব হয়েছিল, তা নয়, সামনের বছর ভোটের প্রতীক্ষায় থাকা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসও এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছিল।
বিরোধীদের দাবিকে মান্যতা দিয়েই আপাতত অতি-বিশেষ ক্ষেত্র ছাড়া পোস্টাল ব্যালটের সিদ্ধান্ত ফিরিয়ে নিল নির্বাচন কমিশন।

You may also like

Leave a Reply!