Home বিদেশ আমেরিকার পরই বেশি করোনা টেস্ট ভারতে: হোয়াইট হাউজ

আমেরিকার পরই বেশি করোনা টেস্ট ভারতে: হোয়াইট হাউজ

by banganews
হোয়াইট হাউজের কথায়, রেকর্ড ৪.২ কোটি কোভিড টেস্ট হয়েছে আমেরিকায়। তারপরেই ভারতে। ভারতের সংখ্যাটা হল ১.২ কোটি। হোয়াইট হাউজের প্রেস সচিব কায়লে ম্যাকএনানি জানান এই তথ্য।
এই মুহূর্তে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। ভারতের সংখ্যা তিন নম্বরে।
হোয়াইট হাউসের দাবি, বিশ্বের কোনও দেশ এত কোভিড টেস্ট করেনি। প্রসঙ্গত, ভারতে এই মূহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ৩ হাজার ৮৩২ জন।
হোয়াইট হাউজের প্রেস সচিব বলেন, কোনও দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে মানে সে দেশে কোভিড ১৯ পরীক্ষা বাড়ছে। যেমন আমেরিকা আর ভারত।

You may also like

Leave a Reply!