Home দেশ আইনের পথে যাচ্ছে না টিকটক, জানাল সংস্থা

আইনের পথে যাচ্ছে না টিকটক, জানাল সংস্থা

by banganews
টিকটক নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেবে না সংস্থা। আদালতেও যাবে না। টিকটক ভিডিওর চিনা স্বত্বাধিকারী বাইটডান্স-এর তরফ থেকে এই সিদ্ধান্ত স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। সংস্থার এক সূত্র জানিয়েছেন, ‘টিকটক নিষিদ্ধ করার ভারতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি—এই মর্মে যে খবর তৈরি হয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো। আমরা এমন কিছুই করছি না।’
টিকটক ভিডিওর ভারতীয় বিভাগের অধিকর্তা নিখিল গান্ধি আগেই জানিয়েছিলেন, গ্রাহক সুরক্ষা এবং নিরাপত্তাজনিত বিষয়গুলো নিয়ে ভারত সরকারের চাওয়া সমস্ত বিশদের সুষ্ঠু উত্তর দেওয়া হবে। সরকারি প্রতিনিধির সঙ্গে এ ব্যাপারে বৈঠক হবে খুব শীঘ্রই। আপাতত গ্রাহক সুরক্ষার বিষয়টি আবারও ঢেলে সাজাচ্ছে টিকটক।
প্রসঙ্গত উল্লেখ্য, সীমান্তে ভারত-চিন সংঘর্ষের আবহে ৫৯ টি চিনা অ্যাপের ব্যবহারে স্থগিতাদেশ দিয়ে ভারত সরকার বিবৃতি জারি করেছে।

You may also like

Leave a Reply!