Home দেশ ‘কোনো যদি-কিন্তু নয়,’ বিহারে মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশঃসুশীল মোদি

‘কোনো যদি-কিন্তু নয়,’ বিহারে মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশঃসুশীল মোদি

by banganews

বিহার, ৬ অক্টোবর, ২০২০ঃ ভোটের ফল যাই হোক, বিহারে NDA  জিতলে মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার। মঙ্গলবার পাটনায় সাংবাদিক সম্মেলনে এমন ঘোষণা করেছেন প্রদেশ বিজেপি সভাপতি সুশীল মোদি।

সেইসঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এলজেপি যেন তাদের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার না করে। কারণ নীতীশকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেই বিহারের ভোট লড়বে তারা।

আরও পড়ুন আবারও হাথরাস, ধর্ষণে মৃত্যু চারবছরের শিশুর

সুশীল মোদি এদিন বলেছেন, “বিজেপি, জেডিইউ, জিতন রাম মান্‌ঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা বা এইচএএম এবং বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপি মাত্র চারটি দলই প্রচারে মোদির ছবি ব্যবহার করতে পারবে।” মোদির ছবির অপব্যবহার রুখতে বিজেপি প্রয়োজনে নির্বাচন কমিশনে চিঠি লিখে আবেদন জানাবে।

বিহার বিধানসভা নির্বাচনে ২৪৩ টি আসনের মধ্যে ১২২টি আসনে জেডিইউ, ১২১টি আসনে বিজেপি লড়বে। এইচএএম–কে সাতটি আসন দেবে জেডিইউ। ভিআইপি–কে নিজেদের আসনের মধ্যে থেকে আসন দেবে বিজেপি। সোমবার এই ঘোষণা করেন সুশীল মোদি এবং নীতীশ কুমার।

You may also like

Leave a Reply!