Home দেশ নীতিশই মুখ্যমন্ত্রী হবেন, জল্পনায় জল ঢেলে বলল বিজেপি

নীতিশই মুখ্যমন্ত্রী হবেন, জল্পনায় জল ঢেলে বলল বিজেপি

by banganews

বিহার, ১১ নভেম্বর, ২০২০ঃ বিহারে নির্বাচনের পূর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন এনডিএ জোট জিতলে বিহারের মসনদে বসবেন নীতিশ কুমারই। এনডিএ জয়ী হয়েছে তবে নীতিশের জেডিইউ রয়েছে তৃতীয় স্থানে। বিজেপির জন্যই ভোট বৈতরণী পার হয়েছে নীতিশ কুমার। এরপরেই দাবি ওঠে বিজেপি থেকে কাউকে মনোনীত করা হোক মুখ্যমন্ত্রী হিসাবে। তবে বিজেপি পূর্ব প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসছে না। বিহার রাজনীতিতে বিজেপির মুখ্যমন্ত্রীর দাবিদার সুশীল মোদী মঙ্গলবার রাতে সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন। তাঁর কথায় “একসঙ্গে নির্বাচন লড়লে কেউ বেশি আসন পায়, কেউ কম আসন পায়। কিন্তু আমরা নিজেদের মধ্যে কাউকে ছোট বা কাউকে বড় বলে মনে করি না।”

আরও পড়ুন পুলিশকর্মীর মানবিক মুখ, আহত ভবঘুরেকে পাঠালেন হাসপাতালে

নীতিশ কুমারের জেডিইউকে বহুদিন ধরেই সঙ্গ দিয়ে আসছে বিজেপি। মাঝে অবশ্য মহাজোটের হাত ধরেছিল নীতিশ কুমার তবে বেশিদিন সেখানে ঘর করেনি। বিজেপির সঙ্গ নেয় নীতিশের জেডিইউ। এবার বিধানসভা নির্বাচনের আগেই আঁচ করা গিয়েছিল জেডিইউ থেকে বিজেপি বেশী আসন পাবে। প্রশ্ন উঠেছিল সেক্ষেত্রে কি নীতিশ কে সরিয়ে বিজেপির কাউকে মুখ্যমন্ত্রী পদে বসানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারে পোস্টার থেকে নীতিশ কুমারের ছবি উধাও হয়ে যাওয়ায় জল্পনা তুঙ্গে ওঠে। তবে খোদ প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জানিয়ে দেন ফের বিহারের কুর্সি জড়াবেন নীতিশ কুমার। বিজেপি যেখানে ৭৪ আসন পেয়েছে সেখানে জেডিইউ মাত্র ৪৩ আসন পেয়েছে। এই বিস্তর ফারাকের পর বিহারের বিজেপি নেতারা চাইছিলেন বিজেপির কেউ হোক মুখ্যমন্ত্রী, কিন্তু সুশীল মোদী জানিয়ে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী পদে বসছেন নীতিশ কুমারই। গেরুয়া শিবিরের বড় জোট সঙ্গী জেডিইউ। আর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়ে ফেলেছেন ফলে মন থেকে না চাইলেও প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বিহারের মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমারকেই শীলমোহর দিচ্ছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।

You may also like

Leave a Reply!